Ajker Patrika

বাড়ছে জ্বর-সর্দির প্রাদুর্ভাব

মিঠাপুকুর প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১৯: ২০
বাড়ছে জ্বর-সর্দির প্রাদুর্ভাব

মিঠাপুকুরে ঘরে ঘরে ভাইরাসজনিত জ্বরের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সঙ্গে আছে হাঁচি, কাশি, সর্দি ও ব্যথা। শিশু ও বয়স্করাই আক্রান্ত হচ্ছেন বেশি। আবহাওয়ার পরিবর্তনজনিত কারণে এমন উপসর্গ দেখা দিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

সদর বাজার এলাকার এক গৃহিণী জানান, তাঁর পরিবারের পাঁচ সদস্যের মধ্যে তিনজন সম্প্রতি জ্বর-সর্দিতে আক্রান্ত হয়েছিলেন। চার দিন পর তাঁরা সুস্থ হয়েছে।

কথা হয় শিক্ষক গোবিন্দ চন্দ্রের সঙ্গে। তিনি জানান, তিনি তিন দিন ধরে জ্বরে ভুগছেন। সঙ্গে সর্দি ও কাশিও আছে। তাঁর প্রতিবেশী শাহীন মিয়া বলেন, তাঁর শিশু কন্যা জ্বর ও সর্দিতে আক্রান্ত হয়েছিল। নাপা সিরাপ খেয়ে সুস্থ হয়েছে।

ভুক্তভোগীদের তথ্যমতে, বড়দের শ্বাসকষ্ট না হলেও শিশুদের এই সমস্যা হচ্ছে। আকবপুর গ্রামের রবিউল ইসলাম জানান, তাঁর বাড়িতে তিনজন জ্বরে আক্রান্ত হয়েছেন।

উপজেলা সদরের ওষুধ ব্যবসায়ী কুলোদা সরকার জানান, এ সময় লোকজন শুধু জ্বর-সর্দির ওষুধ নিচ্ছেন। প্রায় বাড়িতেই দু-একজন এসব রোগে আক্রান্ত হচ্ছেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক (রোগ নিয়ন্ত্রণ) আব্দুল হালিম লাবলু বলেন, আবহাওয়ার পরিবর্তনজনিত রোগের উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করতে হবে। তিনি উচ্চ প্রোটিন এবং ভিটামিন সি সমৃদ্ধ খাবার বেশি করে খাওয়ার পরামর্শ দেন।

ডা. লাবলু জানান, তরল জাতীয় খাবার যেমন স্যুপ, স্যালাইন, শরবত ও ডাবের পানি এবং কমলা, লেবু, পেয়ারা বেশি বেশি খেতে হবে। এ ছাড়া ডিম, মাছ, মাংস ও শাকসবজি খাওয়ার পরামর্শ দেন এই চিকিৎসক।

শারীরিক অবস্থা খারাপ হলে কাছের হাসপাতালে গিয়ে বিভিন্ন পরীক্ষা করার কথা বলেন ডা. লাবলু। তবে তিনি বলেন, জ্বর-সর্দি হলেই করোনা হয়েছে, শুরুতে এমনটি মনে করা ঠিক হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত