সাভার (ঢাকা) প্রতিনিধি
আবাসিক গ্যাস সংযোগ চালুর দাবিতে ঢাকার সাভারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় সাভারের তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অফিসের সামনে সাভার-আশুলিয়ার সব ঠিকাদার-গ্রাহক ঐক্য পরিষদের ব্যানারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
যে সব গ্রাহকেরা নতুন সংযোগের জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষকে টাকা জমা দিয়েছেন সে সংযোগ না দেওয়ার সিদ্ধান্তে আন্দোলনে নেমেছেন তাঁরা। তিতাস গ্যাস কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে সাধারণ গ্রাহকদের পাশে আছেন তিতাস গ্যাসের ঠিকাদারেরাও।
মানববন্ধনে বক্তারা জানান, চুলা বৃদ্ধির ইস্যুকৃত চাহিদাপত্রের অর্থ পরিশোধকারী গ্রাহকের সংখ্যা ২ হাজার ৪৬৭ জন। চুলার সংখ্যা ১০ হাজার ৬৪০টি। যা এখনো অপেক্ষমাণ রয়েছে। চুলা বৃদ্ধির এই গ্রাহকদের বৈধভাবে চুলা বৃদ্ধির সুযোগ করে দিলে সরকারের মাসে প্রায় ১০ কোটি ৩ লাখ ৭৪ হাজার টাকা রাজস্ব আদায় হতো।
মানববন্ধনে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সহসম্পাদক উৎস মোল্লা বলেন, ‘আমাদের এই আন্দোলন সরকার বিরোধী নয়, সিস্টেম বিরোধী। আমরা সিস্টেমের বিরুদ্ধে আন্দোলন করছি।’
মানববন্ধনে সভাপতিত্ব করেন তিতাস গ্যাস ঠিকাদার প্রতিনিধি কল্যাণ সমিতি সাভারের আহ্বায়ক মো. নুরুল হক। তিনি বলেন, অবৈধভাবে প্রচুর গ্যাসের সংযোগ রয়েছে। সেগুলো যদি বৈধ হতো তাহলে সরকারের প্রচুর রাজস্ব আয় হতো। গ্রাহকেরা টাকা জমা দিয়েছেন এখন সেই টাকা ফেরত দিতে চাচ্ছেন তিতাস কর্তৃপক্ষ। টাকা যদি ফেরত দিতেই হয় তাহলে আমরা ঠিকাদারেরা গত ছয় বছরে যত টাকা তিতাসের লাইসেন্স নবায়নের জন্য ব্যয় করেছি, সব টাকা ফেরত দিতে হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ঠিকাদার প্রতিনিধি কল্যাণ সমিতি সাভারের যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ, আনোয়ার হোসেন, আব্দুর রশিদ, মীর মোয়াজ্জেম হোসেন সাচ্চা।
২ শতাধিক গ্রাহকদের সঙ্গে মানববন্ধনে ঠিকাদারদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঠিকাদারদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ঠিকাদার মোঃ নজরুল ইসলাম, হুমায়ুন রশিদ, মোস্তফা কামাল, মনির হোসেন প্রমুখ।
আবাসিক গ্যাস সংযোগ চালুর দাবিতে ঢাকার সাভারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় সাভারের তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অফিসের সামনে সাভার-আশুলিয়ার সব ঠিকাদার-গ্রাহক ঐক্য পরিষদের ব্যানারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
যে সব গ্রাহকেরা নতুন সংযোগের জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষকে টাকা জমা দিয়েছেন সে সংযোগ না দেওয়ার সিদ্ধান্তে আন্দোলনে নেমেছেন তাঁরা। তিতাস গ্যাস কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে সাধারণ গ্রাহকদের পাশে আছেন তিতাস গ্যাসের ঠিকাদারেরাও।
মানববন্ধনে বক্তারা জানান, চুলা বৃদ্ধির ইস্যুকৃত চাহিদাপত্রের অর্থ পরিশোধকারী গ্রাহকের সংখ্যা ২ হাজার ৪৬৭ জন। চুলার সংখ্যা ১০ হাজার ৬৪০টি। যা এখনো অপেক্ষমাণ রয়েছে। চুলা বৃদ্ধির এই গ্রাহকদের বৈধভাবে চুলা বৃদ্ধির সুযোগ করে দিলে সরকারের মাসে প্রায় ১০ কোটি ৩ লাখ ৭৪ হাজার টাকা রাজস্ব আদায় হতো।
মানববন্ধনে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সহসম্পাদক উৎস মোল্লা বলেন, ‘আমাদের এই আন্দোলন সরকার বিরোধী নয়, সিস্টেম বিরোধী। আমরা সিস্টেমের বিরুদ্ধে আন্দোলন করছি।’
মানববন্ধনে সভাপতিত্ব করেন তিতাস গ্যাস ঠিকাদার প্রতিনিধি কল্যাণ সমিতি সাভারের আহ্বায়ক মো. নুরুল হক। তিনি বলেন, অবৈধভাবে প্রচুর গ্যাসের সংযোগ রয়েছে। সেগুলো যদি বৈধ হতো তাহলে সরকারের প্রচুর রাজস্ব আয় হতো। গ্রাহকেরা টাকা জমা দিয়েছেন এখন সেই টাকা ফেরত দিতে চাচ্ছেন তিতাস কর্তৃপক্ষ। টাকা যদি ফেরত দিতেই হয় তাহলে আমরা ঠিকাদারেরা গত ছয় বছরে যত টাকা তিতাসের লাইসেন্স নবায়নের জন্য ব্যয় করেছি, সব টাকা ফেরত দিতে হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ঠিকাদার প্রতিনিধি কল্যাণ সমিতি সাভারের যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ, আনোয়ার হোসেন, আব্দুর রশিদ, মীর মোয়াজ্জেম হোসেন সাচ্চা।
২ শতাধিক গ্রাহকদের সঙ্গে মানববন্ধনে ঠিকাদারদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঠিকাদারদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ঠিকাদার মোঃ নজরুল ইসলাম, হুমায়ুন রশিদ, মোস্তফা কামাল, মনির হোসেন প্রমুখ।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫