Ajker Patrika

‘সাতরাজের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১২: ৩৪
‘সাতরাজের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে’

নগরীর খুলশীর ঝাউতলা রেলক্রসিংয়ে ডেমু ট্রেনের সঙ্গে গাড়ির সংঘর্ষে নিহত হন এইচএসসি পরীক্ষার্থী সাতরাজ উদ্দিন শাহীন। এ ঘটনায় পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন তাঁর প্রাক্তন সহপাঠীরা। সেই সঙ্গে এ ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়ে সড়কে নামেন রহমানিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় নগরের হামজারবাগে অবস্থিত বিদ্যালয়টির সামনে বিক্ষোভ করেন তাঁরা। ওই বিদ্যালয় থেকেই এসএসসি পাস করেন সাতরাজ।

সমাবেশে শিক্ষার্থীরা সাতরাজ ‘হত্যার’ বিচার দাবি করেন। সেই সঙ্গে সাতরাজের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া, প্রতিটি রেলক্রসিংয়ে গেটম্যান নিয়োগ দেওয়া এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে জেব্রা ক্রসিংয়ের দাবি জানান।

সমাবেশে বিদ্যালয়ের ছাত্র ফাহাদ হোসেন, রিদোয়ান আলী, সোহান রহমান, জাহেদুল রাফি, সাইফুর রুদ্র, ইমন সৈয়দ প্রমুখ বক্তব্য দেন। সমাবেশ থেকে আজ বুধবার ওয়ারলেস মোড়ে বেলা ১১টায় সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত