Ajker Patrika

জাহাঙ্গীরনগরে মিলল চবিতে জালিয়াতির তথ্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১২: ২২
জাহাঙ্গীরনগরে  মিলল চবিতে জালিয়াতির তথ্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) জালিয়াতির মাধ্যমে ডি ইউনিটে দুজনের উত্তীর্ণ হওয়ার সংবাদ পাওয়া গেছে। এদের মধ্যে একজন মেধা তালিকায় ৭৯তম ও অপরজন ২৪৯তম হয়েছেন।

গতকাল বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতি করে উত্তীর্ণ হওয়া এক ভর্তি-ইচ্ছুককে আটকের পর তাঁর জবানবন্দিতে এই তথ্য বেরিয়ে আসে।

জানা যায়, গতকাল বেলা ১১ টার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সাক্ষাৎকার চলাকালে গোপন তথ্যের ভিত্তিতে মোস্তফা কামাল নামের এক শিক্ষার্থীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, তাঁর দুই বন্ধু আশিক ও ফরহাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটে জালিয়াতির মাধ্যমে ভর্তি হয়েছে। ‘ডি’ ইউনিটে তাঁদের মেধাক্রম ছিলো ৭৯ ও ২৪৯। তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মেহেদী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১২ ব্যাচের শিক্ষার্থী শামীমের মাধ্যমে ভর্তি হয়েছে। একই মাধ্যমে চার লাখ টাকার চুক্তিতে সেও চান্স পায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত