Ajker Patrika

অনলাইনে পাখি বিক্রির নামে প্রতারণা

ফেনী প্রতিনিধি
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১৬: ৪০
অনলাইনে পাখি বিক্রির নামে প্রতারণা

ফেনীতে অনলাইনে পাখি বিক্রির নামে প্রতারণার অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশের তৎপরতায় টাকা ফেরত পেয়েছেন এক ভুক্তভোগী।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইমাম হাসান জানান, ময়মনসিংহের আবদুল্লাহ আল তামিম (২০) দীর্ঘদিন ধরে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে বসবাস করছেন। তিনি বাণিজ্যিকভাবে পাখি লালনপালন করেন। দুই বছর ধরে বিভিন্ন জাতের পাখি লাভ বার্ড, ককটেল, কোয়েল, ঘুঘু, বাজিগার, কবুতর, মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা স্থানীয় বাজারে বিক্রি করে আসছেন তিনি। পাঁচ-ছয় মাস ধরে তিনি ফেসবুকেও পাখি বেচাকেনা করেন। ফেসবুকে বিভিন্ন পেজের মাধ্যমে পাখিওয়ালা ভাই, বিসমিল্লাহ কোয়েল হ্যাচারি, ফেনী পোলট্রি অ্যান্ড চিক্স, সোহান পোলট্রি হ্যাচারি নামে পেজ খুলে তিনি অনলাইনভিত্তিক ব্যবসা শুরু করেন।

তাঁর পেজগুলোতে পাখির বিভিন্ন আকর্ষণীয় বিজ্ঞাপন দেখে অনেকে অনলাইনে অর্ডার করে। কিন্তু তিনি অর্ডার মোতাবেক পাখি সরবরাহ না করে প্রতারণা করে আসছেন।

সম্প্রতি ঢাকার বাসিন্দা মিসেস লিজা অভিযুক্ত তামিমের অনলাইন পেজ সোহান পোলট্রি হ্যাচারির বিরুদ্ধে অভিযোগ করেন। জিজ্ঞাসাবাদ অভিযুক্ত যুবক প্রতারণার কথা স্বীকার করেন। এ সময় বিকাশের মাধ্যমে তিনি টাকা ফেরত দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত