Ajker Patrika

ফেনীতে আ.লীগের তৃণমূলের প্রার্থী বাছাই

ফেনী প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১৫: ৫৬
ফেনীতে আ.লীগের তৃণমূলের প্রার্থী বাছাই

আসন্ন ফেনী সদর উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ১২টি ইউপিতে দলের পক্ষ থেকে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নির্বাচন করা হয়েছে। আওয়ামী লীগের ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের ভোটে তাঁরা দলীয় প্রার্থী নির্বাচিত হন।

এতে তৃণমূলের ভোটে বিজয়ী হয়ে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হয়েছেন উপজেলার শর্শদী ইউপিতে বর্তমান চেয়ারম্যান জানে আলম ভূঞা, পাঁচগাছিয়া ইউপিতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল হক লিটন, ধর্মপুর ইউপিতে বর্তমান চেয়ারম্যান শাহাদাত হোসেন শাকা, কাজিরবাগ ইউপিতে বর্তমান চেয়ারম্যান কাজী বুলবুল আহমেদ সোহাগ, কালীদহ ইউপিতে যুবলীগ নেতা দেলোয়ার হোসেন ডালিম, ফরহাদনগর ইউপিতে বর্তমান চেয়ারম্যান মো. মোশারফ হোসেন টিপু, মোটবী ইউপিতে বর্তমান চেয়ারম্যান হারুন অর রশিদ, ধলিয়া ইউপিতে বর্তমান চেয়ারম্যান আনোয়ার আহমদ মুন্সি, ফাজিলপুর ইউপিতে বর্তমান চেয়ারম্যান মো. মুজিবুল হক রিপন, ছনুয়া ইউপিতে বর্তমান চেয়ারম্যান করিম উল্ল্যাহ বিকম, লেমুয়া ইউপিতে বর্তমান চেয়ারম্যান মোশাররফ হোসেন নাসিম এবং০ বালিগাঁও ইউপিতে মোহাম্মদ মোজাম্মেল হক বাহারের নাম ঘোষণা করা হয়।

১২টির মধ্যে পাঁচগাছিয়া ও কালীদহ ইউপিতে বর্তমান চেয়ারম্যানরা তৃণমূল ভোটে বাদ পড়েন। অপর ১০টি ইউপিতে বর্তমান চেয়ারম্যানরাই আবার নৌকার মনোনয়নের জন্য প্রাথমিকভাবে তৃণমূল ভোটে মনোনীত হন।

ফেনী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও নির্বাচন মনোনয়ন বোর্ডের সদস্যসচিব একে শহীদ উল্যাহ খোন্দকার জানান, সদর উপজেলার ১২ ইউনিয়নে মনোনয়নের লক্ষ্যে গত বুধবার রাতে ফেনী সদর পৌর প্রাঙ্গণে আওয়ামী লীগের তৃণমূলের ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছে। তবে বালিগাঁও ইউপিতে তৃণমূল ভোটাভুটির আগেই একক প্রার্থীর নাম ঘোষণা করেন ফেনী-২ আসনের সাংসদ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। কমিটির পক্ষ থেকে প্রস্তাব আকারে সুপারিশসহ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর ঢাকায় পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত