সম্পাদকীয়
তখন শামসুর রাহমান ম্যাট্রিক পরীক্ষা দিয়েছেন। ১৯৪৫ সালের কথা। আব্বা-আম্মা আজমির যাবেন বলে ঠিক করেছেন।এর আগেও অবশ্য সপরিবারে আজমির শরিফে গিয়েছেন তাঁরা, শামসুর রাহমান ম্যাট্রিকুলেশন পরীক্ষার জন্য যেতে পারেননি। এবার সুযোগ এল।
মাজারে অসম্ভব ভিড়। সেখানে তিনি দেখলেন বিখ্যাত অভিনেত্রী সরদার আখতারকে। বলিউডের তারকা তিনি। আওরাত, রোটি, আন্দাজ ছবি করেছেন। কিন্তু শামসুর রাহমান কথা বলতে পারলেন না সংকোচের কারণে।
মাজারে সবই ভালো লাগল, শুধু বুক চাপড়াতে চাপড়াতে ‘ইয়া খাজা দে দে’ বলা হচ্ছিল যখন, তখন তা খুব খারাপ লাগল তাঁর। আজমির শরিফের মাজারের ভেতর থেকে ভেসে আসা ফুলের ঘ্রাণ আর সেখানকার কাওয়ালি খুব মনে ধরেছিল শামসুরের। এ রকম কাওয়ালি খুব একটা শোনেননি তিনি।
শামসুর রাহমানের খুব ইচ্ছে হলো আগ্রায় যাবেন তাজমহল দেখতে। কিন্তু আলাভোলা ছেলেটিকে আব্বা একা ছাড়লেন না। আজমিরের খাদেমের ছোট ভাই শাহাবুদ্দিনকে সঙ্গে দিলেন রাহাখরচসহ।
আগ্রায় পৌঁছে দুপুরে রুটি-গোশত খাওয়া হলো। এরপর রওনা হলেন তাজমহলের উদ্দেশে এবং শুরুতেই আশা ভঙ্গ হলো! এটাকেই পৃথিবীর সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য বলা হয়! রবীন্দ্রনাথ আর সত্যেন্দ্রনাথ দত্ত এই তাজমহল নিয়েই কবিতা লিখেছেন! অনেকেই বলে, তাজমহল দেখার সেরা সময় হলো পূর্ণিমা রাত। কিন্তু সে অপেক্ষা আর কে করে!
শামসুর রাহমান ক্লান্ত হয়ে তাজমহলের শ্রেণিবদ্ধ ঝাউগাছের নিচে শুয়ে পড়লেন এবং তারপর গভীর ঘুমে আচ্ছন্ন হলেন। ঘুম ভাঙতেই দেখলেন, তাঁর মাথা ঘাসের ওপরে নেই। শাহাবুদ্দিন সাহেব তাঁর জানু পেতে সেখানেই রেখেছেন শামসুর রাহমানের মাথাটা।
সে সময় তাজমহলের সৌন্দর্য নিয়ে হতাশ হয়েছিলেন বলে পরে লজ্জাও পেয়েছেন। অনেকেই তাঁকে এ নিয়ে খেপাত। আর তখন চিত্তে ধ্বনি-প্রতিধ্বনি তুলত রবীন্দ্রনাথের কয়েকটি পঙ্ক্তি: হীরা মুক্তো মাণিক্যের ঘটা/যেন শূন্য দিগন্তের ইন্দ্রজাল ইন্দ্রচ্ছটা/যায় যদি লুপ্ত হয়ে যাক/শুধু থাক/একবিন্দু নয়নের জল/কালের কপোলতলে শুভ্র সমুজ্জ্বল/এ তাজমহল।
সূত্র: শামসুর রাহমানের গদ্যসংগ্রহ, সম্পাদনা গৌতম রায়, পৃষ্ঠা ৪৯-৫০
তখন শামসুর রাহমান ম্যাট্রিক পরীক্ষা দিয়েছেন। ১৯৪৫ সালের কথা। আব্বা-আম্মা আজমির যাবেন বলে ঠিক করেছেন।এর আগেও অবশ্য সপরিবারে আজমির শরিফে গিয়েছেন তাঁরা, শামসুর রাহমান ম্যাট্রিকুলেশন পরীক্ষার জন্য যেতে পারেননি। এবার সুযোগ এল।
মাজারে অসম্ভব ভিড়। সেখানে তিনি দেখলেন বিখ্যাত অভিনেত্রী সরদার আখতারকে। বলিউডের তারকা তিনি। আওরাত, রোটি, আন্দাজ ছবি করেছেন। কিন্তু শামসুর রাহমান কথা বলতে পারলেন না সংকোচের কারণে।
মাজারে সবই ভালো লাগল, শুধু বুক চাপড়াতে চাপড়াতে ‘ইয়া খাজা দে দে’ বলা হচ্ছিল যখন, তখন তা খুব খারাপ লাগল তাঁর। আজমির শরিফের মাজারের ভেতর থেকে ভেসে আসা ফুলের ঘ্রাণ আর সেখানকার কাওয়ালি খুব মনে ধরেছিল শামসুরের। এ রকম কাওয়ালি খুব একটা শোনেননি তিনি।
শামসুর রাহমানের খুব ইচ্ছে হলো আগ্রায় যাবেন তাজমহল দেখতে। কিন্তু আলাভোলা ছেলেটিকে আব্বা একা ছাড়লেন না। আজমিরের খাদেমের ছোট ভাই শাহাবুদ্দিনকে সঙ্গে দিলেন রাহাখরচসহ।
আগ্রায় পৌঁছে দুপুরে রুটি-গোশত খাওয়া হলো। এরপর রওনা হলেন তাজমহলের উদ্দেশে এবং শুরুতেই আশা ভঙ্গ হলো! এটাকেই পৃথিবীর সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য বলা হয়! রবীন্দ্রনাথ আর সত্যেন্দ্রনাথ দত্ত এই তাজমহল নিয়েই কবিতা লিখেছেন! অনেকেই বলে, তাজমহল দেখার সেরা সময় হলো পূর্ণিমা রাত। কিন্তু সে অপেক্ষা আর কে করে!
শামসুর রাহমান ক্লান্ত হয়ে তাজমহলের শ্রেণিবদ্ধ ঝাউগাছের নিচে শুয়ে পড়লেন এবং তারপর গভীর ঘুমে আচ্ছন্ন হলেন। ঘুম ভাঙতেই দেখলেন, তাঁর মাথা ঘাসের ওপরে নেই। শাহাবুদ্দিন সাহেব তাঁর জানু পেতে সেখানেই রেখেছেন শামসুর রাহমানের মাথাটা।
সে সময় তাজমহলের সৌন্দর্য নিয়ে হতাশ হয়েছিলেন বলে পরে লজ্জাও পেয়েছেন। অনেকেই তাঁকে এ নিয়ে খেপাত। আর তখন চিত্তে ধ্বনি-প্রতিধ্বনি তুলত রবীন্দ্রনাথের কয়েকটি পঙ্ক্তি: হীরা মুক্তো মাণিক্যের ঘটা/যেন শূন্য দিগন্তের ইন্দ্রজাল ইন্দ্রচ্ছটা/যায় যদি লুপ্ত হয়ে যাক/শুধু থাক/একবিন্দু নয়নের জল/কালের কপোলতলে শুভ্র সমুজ্জ্বল/এ তাজমহল।
সূত্র: শামসুর রাহমানের গদ্যসংগ্রহ, সম্পাদনা গৌতম রায়, পৃষ্ঠা ৪৯-৫০
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫