Ajker Patrika

খোকসা ঘাঘট রক্ষার দাবিতে প্রচারণা

রংপুর প্রতিনিধি
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১১: ৪৪
খোকসা ঘাঘট রক্ষার দাবিতে প্রচারণা

নগরীর বুক চিরে বয়ে যাওয়া খোকসা ঘাঘট নদ বাঁচানোর দাবি জানিয়েছে পরিবেশবাদী সংগঠন গ্রিন ইকো। দখল ও দূষণের কবলে পড়ে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় নদটির অস্তিত্ব বিলীনের পথে রয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

গ্রিন ইকো বিশ্ব নদী দিবস উপলক্ষে গতকাল সোমবার দুপুর ১২টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সংলগ্ন খোকসা ঘাঘট নদের পাশে সচেতনতামূলক ক্যাম্পেইন করে। এতে প্লাস্টিক, আবাসিক বর্জ্য ও ময়লা আবর্জনামুক্ত খোকসা ঘাঘটের দাবিসহ সচেতনতা বৃদ্ধির কথা বলা হয়।

গ্রিন ইকোর পরিচালক সঞ্জয় চৌধুরী বলেন, একসময় রংপুর অঞ্চলের সবচেয়ে বড় নদ ছিল ঘাঘট। ২৩৬ কিলোমিটার দৈর্ঘ্যের নদটি নীলফামারী ও রংপুর হয়ে গাইবান্ধার ফুলছড়ি ঘাটের উত্তরে ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলেছে।

তিস্তা নদীর শাখা ঘাঘট রংপুর নগরীর ক্যান্টনমেন্ট এলাকা থেকে শ্যামাসুন্দরী খাল নামে প্রবাহিত হয়েছে। আর নগরীর বুক চিরে ১০ কিলোমিটার বয়ে গিয়ে শ্যামাসুন্দরী খাল সাতমাথা এলাকায় বুড়াইল নদের সঙ্গে মিলে খোকসা ঘাঘট নামে প্রবাহিত হচ্ছে।

বর্তমানে এ নদ দখল ও দূষণে ধুঁকে মরছে। এ পরিস্থিতি থেকে খোকসা ঘাঘটসহ সব নদনদী বাঁচানোর উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান সঞ্জয় চৌধুরী।

সচেতনতামূলক এই ক্যাম্পেইনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গ্রিন ইকোর সদস্যরা অংশ নেন।

গ্রিন ইকো ২০১৫ সালের ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি পরিবেশের উন্নয়ন ও সুরক্ষায় কাজ করছে। এ ছাড়া পাখি সংরক্ষণ, প্লাস্টিক ব্যবহার রোধ ও বৃক্ষরোপণে উদ্বুদ্ধকরণসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত