Ajker Patrika

শনাক্তশূন্য দিনে সুস্থ হয়েছেন ১৯ জন

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৭: ১৩
শনাক্তশূন্য দিনে সুস্থ হয়েছেন   ১৯ জন

জেলায় আরও একটি শনাক্ত শূন্যদিন অতিবাহিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ৭০টি নমুনা পরীক্ষা করে কারও শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়নি। একই সময়ে কেউ মারা যাননি। হাসপাতাল থেকে সুস্থ হয়েছে ১৯ জন। গতকাল বৃহস্পতিবার সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন জানান, এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৮৮৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৪০১ জন। এ পর্যন্ত মারা গেছেন ২৬০ জন। এ দিকে জেলার কোনো হাসপাতাল বা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো করোনাভাইরাসে আক্রান্ত রোগী চিকিৎসাধীন নেই।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে কোনো রোগী ভর্তি হয়নি। এই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়েছে ১৯ জন। জেলায় বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ২২৮ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত