Ajker Patrika

বাবার কবজি কাটা সেই ছেলে গ্রেপ্তার

মাগুরা প্রতিনিধি
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৩: ২২
বাবার কবজি কাটা সেই ছেলে গ্রেপ্তার

জমি লিখে না দেওয়ায় ছুরি দিয়ে বাবার হাতের কবজি কেটে ফেলা সেই ছেলে হানিফ মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল সোমবার সকালে যশোরের ঝিকরগাছা উপজেলার বালিয়া গ্রামের রুবেল হোসেনের বাড়ি থেকে র‍্যাব-৬ এর সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেছেন।

গতকাল সোমবার বেলা ১১টায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান র‍্যাব–৬ এর কোম্পানি কমান্ডার মেজর শরিফুল আহসান।

মেজর শরিফ বলেন, জমি লিখে না দেওয়ায় ২৩ নভেম্বর মাগুরা সদর উপজেলার হাজরাপুরের উথলি গ্রামের সাইদুল হকের (৭০) হাতের কবজি কেটে ফেলেন তাঁরই ছোট ছেলে হানিফ। এ ঘটনায় সাইদুলের বড় ছেলে গোলাম মোস্তফা ওই দিন রাতেই সদর থানায় মামলা করেন। ঘটনার পর থেকে পলাতক ছিলেন হানিফ। সোমবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সাইদুল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত