Ajker Patrika

সড়ক দুর্ঘটনায় নিহত

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১৩: ১৮
সড়ক দুর্ঘটনায় নিহত

চট্টগ্রামের কর্ণফুলীতে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও একজন। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া হাইওয়ে ক্রসিং মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহীর নাম খোরশেদুল আলম জনি (৪২)। তিনি আনোয়ারা উপজেলার বটতলী এলাকায় আবু হেনার ছেলে।

জানা গেছে, চট্টগ্রাম শহর থেকে মোটরসাইকেলে আনোয়ারার নিজ বাড়িতে ফিরছিলেন জনি ও জয়নাল। তাঁরা পটিয়া ক্রসিং এলাকায় পৌঁছালে গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাক পেছন থেকে তাঁদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে জনি ও জয়নাল রাস্তার দুপাশে পড়ে যান। এ সময় জনি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। তবে বেঁচে যান জয়নাল।

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, দুর্ঘটনার পর ট্রাক ও চালকের সহকারীকে আটক করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত