Ajker Patrika

প্রথম দিনে ৩ জেলায় অনুপস্থিত ৮০০

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৭: ৩৮
প্রথম দিনে ৩ জেলায় অনুপস্থিত ৮০০

এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার প্রথম দিনে লক্ষ্মীপুর, ফেনী ও নোয়াখালীতে প্রায় ৮০০ শিক্ষার্থী অনুপস্থিত ছিল। প্রতিনিধিদের পাঠানো খবর:

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে এসএসসিতে ২৪ জন, দাখিলে ২৪২ এবং ভোকেশনাল পরীক্ষায় ২৯ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল বলে জানিয়েছেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মতিন। তিনি জানান, প্রথম দিনে উৎসবমুখর পরিবেশ ও স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া হয়েছে। তবে কী কারণে এতসংখ্যাক শিক্ষার্থী অনপুস্থিত সে বিষয়ে খোজঁখবর নেওয়া হচ্ছে।

জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ জানান, প্রতিটি পরীক্ষা কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশ পরীক্ষায় অংশ নেয়। কেন্দ্রে হ্যান্ড স্যানিটাইজার ও শিক্ষার্থীদের মুখে মাস্ক বাধ্যতামূলক ছিল। এছাড়[ প্রতি বেঞ্চে একজন শিক্ষার্থীকে বসানো হয়েছে। তবে জেলায় মোট ২৯৫ জন শিক্ষার্থী অনপুস্থিত ছিল। কি কারনে তারা অনপুস্থিত এ বিষয়ে জেলা শিক্ষা অফিসকে খোঁজখবর নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

নোয়াখালী: নোয়াখালীতে এসএসসির ৪২টি এবং দাখিলের ২০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। জেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় প্রথম দিনে তিন শতাধিক শিক্ষার্থী অনুপস্থিত ছিল। সকাল থেকে জেলা প্রশাসক, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা পরীক্ষার হলগুলো পরিদর্শন করেন।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালা উদ্দিন জানান, প্রথম দিনে জেলার ছয় উপজেলায় এএসসিতে এক শর বেশি এবং মাদ্রাসায় দুই শর বেশি শিক্ষার্থী অনুপস্থিত ছিল। তবে জেলার ৯টি উপজেলায় মোট পরীক্ষার্থী অনুপস্থিত ছিল তার সঠিক তথ্য রাত ৮টা ১০ মিনিট পর্যন্ত নিশ্চিত করতে পারেননি এই কর্মকর্তা।

ফেনী: ফেনীতে এসএসসিতে ৩১ জন, দাখিলে ১৪০ জন এবং ভোকেশনাল পরীক্ষায় ২৯ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

ফেনী জেলা প্রশাসনের শিক্ষা শাখার সহকারী কমিশনার রজত বিশ্বাস এই তথ্য জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত