Ajker Patrika

হামলার প্রতিবাদে কবিতা ও গান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১১: ২৫
হামলার প্রতিবাদে কবিতা ও গান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কবিতা আবৃত্তি, গান, নৃত্য আর পথ নাটকের মাধ্যমে দেশব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের মন্দির, মণ্ডপ, বাড়ি-ঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ভাস্কর্যের সামনে ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অসাম্প্রদায়িক শিক্ষার্থীবৃন্দের’ ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

‘প্রতিবাদী আরতি’ শীর্ষক কর্মসূচিতে সংহতি জানিয়ে উপাচার্য শিরীণ আখতার বলেন, ‘বাংলাদেশের নাগরিকদের মাঝে কোনো ভেদাভেদ নেই। যখনই দেশ একটি ভালো সময়ে যায়, সুন্দরের আবাহন করতে চায়—তখনই সাম্প্রদায়িক শক্তি ছোবল হানে। কুমিল্লার ঘটনায় আমরা মর্মাহত হয়েছি।’

সহ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে বলেন, ‘সম্প্রতি যেসব ঘটনা ঘটেছে, সেসব আমাদের হৃদয়কে ভেঙে দিয়েছে। আমরা এমন বাংলাদেশ কখনো চাইনি। একটা গোষ্ঠী আমাদের সম্প্রীতি বারবার নষ্ট করতে চাইছে।’

বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আবদুল্লাহ আব্বাস ও নন্দিনী কর্মকারের সঞ্চালনায় প্রতিবাদ আরতিতে আবৃত্তি করেন পার্থ প্রতীম মহাজন, একক নৃত্য পরিবেশন করেন মহাশ্বেতা ভাবনা। এ ছাড়া ‘সেই সম্প্রীতি চাই’ শীর্ষক নাটক পরিবেশ করেন নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা।

এতে আরও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি মো. এমদাদুল হক, সাধারণ সম্পাদক মনজুরুল আলম, ছাত্র উপদেষ্টা সিরাজ উদ দৌল্লাহ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত