Ajker Patrika

ভাঙা শ্রেণিকক্ষে পাঠদান

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৫: ৩৮
ভাঙা শ্রেণিকক্ষে পাঠদান

দিনাজপুরের খানসামা উপজেলার গোবিন্দপুর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে ভাঙাচোরা শ্রেণিকক্ষে ঝুঁকি নিয়েই চলছে পাঠদান। এতে যেমন শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে, তেমনি দাপ্তরিক কার্যক্রম পরিচালনা সৃষ্টি হচ্ছে বিড়ম্বনা।

সূত্রে জানায়, ২০১১ সালে শিশু কল্যাণ ট্রাস্টের মাধ্যমে এ বিদ্যালয়টির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠানের নিজস্ব কোনো জমি না থাকায় অস্থায়ীভাবে উপজেলার গোবিন্দপুর গ্রামে ঘর নির্মাণ করে পাঠদান শুরু হয়। বর্তমানে বিদ্যালয়ে শিক্ষকসংখ্যা ৪ এবং শিক্ষার্থী রয়েছে প্রায় ১২৫ জন।

সরেজমিনে দেখা যায়, পাকা সড়ক থেকে একটু দূরে বাঁশের বেড়া আর টিনের ছাউনি দেওয়া চারটি রুম। এর মধ্যে তিনটি শ্রেণিকক্ষ ও একটি অফিস কক্ষ। ঘরগুলো নির্মাণের পর সংস্কারে কোনো উদ্যোগ না নেওয়ায় অল্প বৃষ্টিতেই প্রয়োজনীয় কাগজপত্র নষ্ট হয়ে যায়। আর শ্রেণিকক্ষে পাঠদানে সৃষ্টি হয় চরম দুর্ভোগ।

গোবিন্দপুর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মশিউর রহমান বলেন, ‘বিদ্যালয়ের অবকাঠামো খুবই নাজুক। সেই ভাঙাচোরা ঘরেই রোদ-বৃষ্টি উপেক্ষা করে চলছে পাঠদান। এর মধ্যেই গত কয়েক বছর সমাপনী পরীক্ষায় ফলাফল ছিল ভালো। অনুপযোগী শ্রেণিকক্ষ দ্রুত সময়ের মধ্যে সংস্কার এবং নিজস্ব জমিতে নতুন ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্টদের সুদৃষ্টি আকর্ষণ করছি।’

উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস এম এ মান্নান বলেন, বিদ্যালয়টি শিশু কল্যাণ ট্রাস্টের মাধ্যমে পরিচালিত। এটির নিজস্ব কোনো জমি না থাকায় ভবন নির্মাণ সম্ভব হচ্ছে না।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, জমিসংকটে ভবন নির্মাণ সম্ভব হয়নি। তবে দ্রুত স্কুলের অবকাঠামোগত অবস্থা পরিবর্তনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত