Ajker Patrika

কাউন্সিলর বাহার পেলেন দুই ওয়ার্ডের দায়িত্ব

ফেনী প্রতিনিধি
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৩: ২৮
কাউন্সিলর বাহার পেলেন দুই ওয়ার্ডের দায়িত্ব

ফেনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম হত্যা মামলার আসামি হয়ে পলাতক থাকায় ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাহার মিয়াকে ওই ওয়ার্ডের বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।

আদেশে বলা হয়, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম দীর্ঘদিন অনুপস্থিত থাকায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯-এর ৩৯ (২) অনুচ্ছেদ ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাহার মিয়াকে ৬ নম্বর ওয়ার্ডের সার্বিক দায়িত্ব দেওয়া হলো।

এ ব্যাপারে কাউন্সিলর বাহার মিয়া বলেন, ‘ওয়ার্ড দুটি পাশাপাশি হওয়ায় আমাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে ৬ নম্বর ওয়ার্ডটি অগোছালো অবস্থায় রয়েছে। আমাদের পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর নির্দেশক্রমে এ ওয়ার্ডকে সচল রাখতে কাজ করে যাব।’

উল্লেখ্য, গত ১৬ জুলাই সুলতানপুরের আমিন বাজার সড়কের পাশের একটি পুকুর থেকে শাহজালাল নামের এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের চাচাতো ভাই ইউপি সদস্য আনোয়ার হোসেন বাদী হয়ে ফেনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল কালামকে প্রধান আসামি করে আরও তিনজনের নাম উল্লেখসহ থানায় মামলা করেন। ঘটনার পর থেকে কাউন্সিলর কালাম পলাতক রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত