Ajker Patrika

মনিরামপুরে ইউনিয়নে মিলবে করোনার টিকা

মনিরামপুর প্রতিনিধি
আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ১৩: ১০
মনিরামপুরে ইউনিয়নে মিলবে করোনার টিকা

যশোরের মনিরামপুরে করোনার টিকাদানে হাসপাতালের চাপ কমাতে এবার ইউনিয়ন পর্যায়ে কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। তিন ধাপে উপজেলার ১৭টি ইউনিয়নে ২ হাজার করে ৩৪ হাজার করোনার টিকা (সিনোফার্ম) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুভ্রা রানী দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. শুভ্রা রানী দেবনাথ বলেন, ‘নিয়মিত হাসপাতাল থেকে করোনার টিকা দেওয়া হচ্ছে। এরপরও চাপ কমানো যাচ্ছে না। এখন পর্যন্ত অন্তত ১ লাখ ৫০ হাজার নিবন্ধন জমা রয়েছে। এ চাপ সামলাতে যশোরের সিভিল সার্জন স্থানীয়ভাবে ইউনিয়নে টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, ‘প্রাথমিকভাবে প্রতি ইউনিয়নে এক দিনে ২ হাজার করে করোনার টিকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামী সপ্তাহের শনিবার ও বৃহস্পতিবার এবং পরের সপ্তাহে শনিবার এ তিন দিনে ১৭টি ইউনিয়ন ভাগ করে টিকা দেওয়া হবে। আগামীকাল শনিবার রোহিতা, ঝাঁপা, খানপুর, দূর্বাডাঙা ও মনোহরপুর ইউনিয়নে ১০ হাজার নিবন্ধনকারী টিকা পাবেন।’

হাসপাতালের এই কর্মকর্তা বলেন, ‘প্রতি ইউনিয়নে চারটি বুথে সকাল আটটা থেকে আমাদের স্বাস্থ্য কর্মীরা টিকা দেবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত