ফেনী প্রতিনিধি
ফেনীর নদ-নদী ও খালগুলোতে বিষ ঢেলে বিভিন্ন প্রজাতির মাছ অবাধে শিকার করা হচ্ছে। এতে মাছের সঙ্গে অন্যান্য জলজ প্রাণী মারা যাচ্ছে। মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে জীববৈচিত্র্য। আবার এসব মাছ খেয়ে ও পানি ব্যবহারের কারণে স্থানীয় বাসিন্দারা স্বাস্থ্যঝুঁকি রয়েছেন।
সরেজমিনে দেখা যায়, শুষ্ক মৌসুম হওয়ায় জেলার সোনাগাজীর ছোট ফেনী নদী, কালিদাস পাহালিয়া ও মুহুরি নদীসহ প্রত্যন্ত অঞ্চলের খালগুলোতে রাতের আঁধারে বিষ প্রয়োগের মাধ্যমে চলছে মাছ ধরা। এতে বিষক্রিয়ায় প্রায় সব জলজ প্রাণীও মারা যাচ্ছে। ফলে পরিবেশের ওপরও বিরূপ প্রভাব পড়ছে।
সদর উপজেলার লেমুয়া এলাকার মীর হোসেন অভিযোগ করে বলেন, বাজারে বিক্রির জন্য ও নিজেদের চাহিদা মেটাতে এলাকায় এমন একাধিক দুর্বৃত্ত চক্র গড়ে উঠেছে। তাঁরা নদী বা খালে ঘের তৈরি করে বিষ ঢেলে মাছ শিকার করছে।
সোনাগাজীর সফরপুর এলাকার মোসলেহ উদ্দিন বলেন, পানি বিষাক্ত হয়ে যেদিকে প্রবাহিত হচ্ছে সেদিকে মাছসহ অন্য প্রাণীও মারা যাচ্ছে। আবার এসব পানি ব্যবহারে স্থানীয়রা স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম পলাশ বলেন, চলতি মাসের ১৫ নভেম্বর জেলার সোনাগাজীর ছোট ফেনী নদীতে বিষ প্রয়োগে মাছ শিকার করার অভিযোগে ৫ যুবককে কারেন্ট জাল ও নৌকাসহ আটক করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মো. বিল্লাল হোসেন বলেন, প্রাকৃতিকভাবে বংশবিস্তার করা নদীর জলজ প্রাণীর ক্ষতি ঠেকাতে ও বিষ প্রয়োগের কুফল সম্পর্কে স্থানীদের ধারণা দিতে পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ জন্য প্রচারণা চলছে বলেও জানান তিনি। এ ছাড়া মাছ শিকারের অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
ফেনীর নদ-নদী ও খালগুলোতে বিষ ঢেলে বিভিন্ন প্রজাতির মাছ অবাধে শিকার করা হচ্ছে। এতে মাছের সঙ্গে অন্যান্য জলজ প্রাণী মারা যাচ্ছে। মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে জীববৈচিত্র্য। আবার এসব মাছ খেয়ে ও পানি ব্যবহারের কারণে স্থানীয় বাসিন্দারা স্বাস্থ্যঝুঁকি রয়েছেন।
সরেজমিনে দেখা যায়, শুষ্ক মৌসুম হওয়ায় জেলার সোনাগাজীর ছোট ফেনী নদী, কালিদাস পাহালিয়া ও মুহুরি নদীসহ প্রত্যন্ত অঞ্চলের খালগুলোতে রাতের আঁধারে বিষ প্রয়োগের মাধ্যমে চলছে মাছ ধরা। এতে বিষক্রিয়ায় প্রায় সব জলজ প্রাণীও মারা যাচ্ছে। ফলে পরিবেশের ওপরও বিরূপ প্রভাব পড়ছে।
সদর উপজেলার লেমুয়া এলাকার মীর হোসেন অভিযোগ করে বলেন, বাজারে বিক্রির জন্য ও নিজেদের চাহিদা মেটাতে এলাকায় এমন একাধিক দুর্বৃত্ত চক্র গড়ে উঠেছে। তাঁরা নদী বা খালে ঘের তৈরি করে বিষ ঢেলে মাছ শিকার করছে।
সোনাগাজীর সফরপুর এলাকার মোসলেহ উদ্দিন বলেন, পানি বিষাক্ত হয়ে যেদিকে প্রবাহিত হচ্ছে সেদিকে মাছসহ অন্য প্রাণীও মারা যাচ্ছে। আবার এসব পানি ব্যবহারে স্থানীয়রা স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম পলাশ বলেন, চলতি মাসের ১৫ নভেম্বর জেলার সোনাগাজীর ছোট ফেনী নদীতে বিষ প্রয়োগে মাছ শিকার করার অভিযোগে ৫ যুবককে কারেন্ট জাল ও নৌকাসহ আটক করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মো. বিল্লাল হোসেন বলেন, প্রাকৃতিকভাবে বংশবিস্তার করা নদীর জলজ প্রাণীর ক্ষতি ঠেকাতে ও বিষ প্রয়োগের কুফল সম্পর্কে স্থানীদের ধারণা দিতে পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ জন্য প্রচারণা চলছে বলেও জানান তিনি। এ ছাড়া মাছ শিকারের অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫