আসিফ শিশির
সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছ। আগামী ২ ডিসেম্বর থেকে তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। ২ ডিসেম্বর পদার্থবিজ্ঞান প্রথম পত্র ও ৬ ডিসেম্বর দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার আগে প্রশ্নের মানবণ্টন ও সময় সম্পর্কে তোমাদের সুস্পষ্ট ধারণা থাকা আবশ্যক।
২০২১ সালের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পদার্থবিজ্ঞান পরীক্ষায় প্রশ্ন থাকবে। তোমরা জানো যে প্রথম পত্রে ৬টি ও দ্বিতীয় পত্রে ৫টি অধ্যায় সিলেবাসে রয়েছে। বহুনির্বাচনি অংশের জন্য প্রতিটি অধ্যায়ই গুরুত্বপূর্ণ। তবে লিখিত পরীক্ষার জন্য অধ্যায় ও টপিক বাছাইয়ে কৌশলী হতে হবে।
বহুনির্বাচনি অংশে সংক্ষিপ্ত সিলেবাসের প্রতিটি অধ্যায় থেকেই প্রশ্ন থাকবে, তাই রিভাইস দেওয়ার সময় কোনো অধ্যায় বাদ দেবে না। বহুনির্বাচনি প্রশ্নপত্রে মোট ২৫টি প্রশ্ন থাকবে, তোমাকে মাত্র ১২টির উত্তর দিতে হবে। ১৫ মিনিট সময়ের মধ্যে অপেক্ষাকৃত সহজ ও পরিচিত ১২টি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। অপেক্ষাকৃত জটিল ও অজানা প্রশ্নগুলো এড়িয়ে যাবে। সবগুলো অধ্যায় রিভাইস দিলে সেখান থেকে তুমি ১২টি প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই দিতে পারবে। বহুনির্বাচনি অংশের রিভাইসের জন্য টেস্ট পেপারের সাহায্য নিতে পারো।
সৃজনশীল লিখিত অংশে মোট ৮টি প্রশ্ন থাকবে, উত্তর দিতে হবে মাত্র ২টি প্রশ্নের। সৃজনশীল প্রশ্ন হাতে পেয়ে শুরুতেই উদ্দীপকসহ প্রশ্নগুলো ভালো করে দেখে নেবে। সেখান থেকে অপেক্ষাকৃত সহজ ও পরিচিত ২টি প্রশ্ন উত্তর করার জন্য বাছাই করবে। তোমার কাছে উদ্দীপক পরিচিত ও চেনা-জানা মনে হলে, সেগুলোর উত্তর দেবে। কখনোই অচেনা-অজানা তথ্যসমৃদ্ধ উদ্দীপকের প্রশ্ন উত্তর করতে যাওয়া উচিত হবে না। বোর্ড প্রশ্ন ও টেস্ট পেপারে প্রদত্ত বিভিন্ন কলেজের প্রশ্নগুলো দেখতে পারো। যেসব অধ্যায় থেকে বিগত বছরগুলোয় বেশি প্রশ্ন এসেছে, সেসব অধ্যায় একাধিকবার দেখতে পারো। যেহেতু পরীক্ষার কয়েক দিন বাকি, কাজেই অপেক্ষাকৃত কঠিন প্রশ্ন রিভাইস দিয়ে সময় নষ্ট করার দরকার নেই। শুধু তোমার বোধগম্য বিষয়গুলোই রিভাইস দেবে।
গাণিতিক বিষয়গুলো পদার্থবিজ্ঞান পরীক্ষায় সাফল্যের চাবিকাঠি। উত্তরের শুরুতেই উদ্দীপক থেকে প্রয়োজনীয় তথ্যগুলো যথাযথভাবে লিখে নেবে। গাণিতিক ব্যাখ্যা ও বিশ্লেষণে প্রশ্নে কী চেয়েছে, সেটা ভালোভাবে খেয়াল রাখবে। হিসাব-নিকাশে খুব সচেতন থাকবে। লিখিত অংশের জন্য প্রয়োজনীয় সূত্রগুলো পরীক্ষার আগের রাতে খুব ভালোভাবে দেখে নেবে।
গুরুত্বপূর্ণ জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর টেস্ট পেপার থেকে রিভাইস দিয়ে আসবে। যদি অনুধাবনমূলক প্রশ্ন কমন না পড়ে, তবুও ছেড়ে আসবে না। সেই টপিকের ওপর যতটুকু তোমার জ্ঞান আছে, তার আলোকে লেখার চেষ্টা করবে।
পরীক্ষার শুরুতে প্রশ্নপত্র হাতে পেয়ে ঠান্ডা মাথায় প্রশ্নটি সম্পূর্ণ একবার দেখে নেবে। যে ধরনের উদ্দীপক ও প্রশ্নে তোমার পূর্ব অভিজ্ঞতা ও যথেষ্ট দক্ষতা রয়েছে, শুধু সেগুলোর উত্তর করবে। লেখার সময় হঠাৎ কোনো কিছু ভুলে গেলে আতঙ্কিত হবে না; বরং ঠান্ডা মাথায় মনে করার চেষ্টা করবে। খাতায় স্পষ্ট করে লিখবে। খাতায় অযথা কাটাকাটি করবে না, কিছু ভুল হলে একটানে কেটে দেবে। গাণিতিক হিসাব-নিকাশে অবশ্যই সৌন্দর্য বজায় রাখবে। একেবারে পরীক্ষার শেষ দিকে খাতাটি রিভাইস দিয়ে আসবে, কোনো ভুল চোখে পড়লে সেটা সংশোধন করে নেবে। পরীক্ষা শেষ হলে সেটি নিয়ে টেনশন করবে না; বরং পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করবে।
তোমাদের সাফল্য কামনায় অনেক অনেক দোয়া ও শুভেচ্ছা রইল।
আসিফ শিশির
প্রভাষক, পদার্থবিজ্ঞান সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ মালিবাগ, ঢাকা।
সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছ। আগামী ২ ডিসেম্বর থেকে তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। ২ ডিসেম্বর পদার্থবিজ্ঞান প্রথম পত্র ও ৬ ডিসেম্বর দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার আগে প্রশ্নের মানবণ্টন ও সময় সম্পর্কে তোমাদের সুস্পষ্ট ধারণা থাকা আবশ্যক।
২০২১ সালের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পদার্থবিজ্ঞান পরীক্ষায় প্রশ্ন থাকবে। তোমরা জানো যে প্রথম পত্রে ৬টি ও দ্বিতীয় পত্রে ৫টি অধ্যায় সিলেবাসে রয়েছে। বহুনির্বাচনি অংশের জন্য প্রতিটি অধ্যায়ই গুরুত্বপূর্ণ। তবে লিখিত পরীক্ষার জন্য অধ্যায় ও টপিক বাছাইয়ে কৌশলী হতে হবে।
বহুনির্বাচনি অংশে সংক্ষিপ্ত সিলেবাসের প্রতিটি অধ্যায় থেকেই প্রশ্ন থাকবে, তাই রিভাইস দেওয়ার সময় কোনো অধ্যায় বাদ দেবে না। বহুনির্বাচনি প্রশ্নপত্রে মোট ২৫টি প্রশ্ন থাকবে, তোমাকে মাত্র ১২টির উত্তর দিতে হবে। ১৫ মিনিট সময়ের মধ্যে অপেক্ষাকৃত সহজ ও পরিচিত ১২টি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। অপেক্ষাকৃত জটিল ও অজানা প্রশ্নগুলো এড়িয়ে যাবে। সবগুলো অধ্যায় রিভাইস দিলে সেখান থেকে তুমি ১২টি প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই দিতে পারবে। বহুনির্বাচনি অংশের রিভাইসের জন্য টেস্ট পেপারের সাহায্য নিতে পারো।
সৃজনশীল লিখিত অংশে মোট ৮টি প্রশ্ন থাকবে, উত্তর দিতে হবে মাত্র ২টি প্রশ্নের। সৃজনশীল প্রশ্ন হাতে পেয়ে শুরুতেই উদ্দীপকসহ প্রশ্নগুলো ভালো করে দেখে নেবে। সেখান থেকে অপেক্ষাকৃত সহজ ও পরিচিত ২টি প্রশ্ন উত্তর করার জন্য বাছাই করবে। তোমার কাছে উদ্দীপক পরিচিত ও চেনা-জানা মনে হলে, সেগুলোর উত্তর দেবে। কখনোই অচেনা-অজানা তথ্যসমৃদ্ধ উদ্দীপকের প্রশ্ন উত্তর করতে যাওয়া উচিত হবে না। বোর্ড প্রশ্ন ও টেস্ট পেপারে প্রদত্ত বিভিন্ন কলেজের প্রশ্নগুলো দেখতে পারো। যেসব অধ্যায় থেকে বিগত বছরগুলোয় বেশি প্রশ্ন এসেছে, সেসব অধ্যায় একাধিকবার দেখতে পারো। যেহেতু পরীক্ষার কয়েক দিন বাকি, কাজেই অপেক্ষাকৃত কঠিন প্রশ্ন রিভাইস দিয়ে সময় নষ্ট করার দরকার নেই। শুধু তোমার বোধগম্য বিষয়গুলোই রিভাইস দেবে।
গাণিতিক বিষয়গুলো পদার্থবিজ্ঞান পরীক্ষায় সাফল্যের চাবিকাঠি। উত্তরের শুরুতেই উদ্দীপক থেকে প্রয়োজনীয় তথ্যগুলো যথাযথভাবে লিখে নেবে। গাণিতিক ব্যাখ্যা ও বিশ্লেষণে প্রশ্নে কী চেয়েছে, সেটা ভালোভাবে খেয়াল রাখবে। হিসাব-নিকাশে খুব সচেতন থাকবে। লিখিত অংশের জন্য প্রয়োজনীয় সূত্রগুলো পরীক্ষার আগের রাতে খুব ভালোভাবে দেখে নেবে।
গুরুত্বপূর্ণ জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর টেস্ট পেপার থেকে রিভাইস দিয়ে আসবে। যদি অনুধাবনমূলক প্রশ্ন কমন না পড়ে, তবুও ছেড়ে আসবে না। সেই টপিকের ওপর যতটুকু তোমার জ্ঞান আছে, তার আলোকে লেখার চেষ্টা করবে।
পরীক্ষার শুরুতে প্রশ্নপত্র হাতে পেয়ে ঠান্ডা মাথায় প্রশ্নটি সম্পূর্ণ একবার দেখে নেবে। যে ধরনের উদ্দীপক ও প্রশ্নে তোমার পূর্ব অভিজ্ঞতা ও যথেষ্ট দক্ষতা রয়েছে, শুধু সেগুলোর উত্তর করবে। লেখার সময় হঠাৎ কোনো কিছু ভুলে গেলে আতঙ্কিত হবে না; বরং ঠান্ডা মাথায় মনে করার চেষ্টা করবে। খাতায় স্পষ্ট করে লিখবে। খাতায় অযথা কাটাকাটি করবে না, কিছু ভুল হলে একটানে কেটে দেবে। গাণিতিক হিসাব-নিকাশে অবশ্যই সৌন্দর্য বজায় রাখবে। একেবারে পরীক্ষার শেষ দিকে খাতাটি রিভাইস দিয়ে আসবে, কোনো ভুল চোখে পড়লে সেটা সংশোধন করে নেবে। পরীক্ষা শেষ হলে সেটি নিয়ে টেনশন করবে না; বরং পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করবে।
তোমাদের সাফল্য কামনায় অনেক অনেক দোয়া ও শুভেচ্ছা রইল।
আসিফ শিশির
প্রভাষক, পদার্থবিজ্ঞান সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ মালিবাগ, ঢাকা।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫