Ajker Patrika

সার ও বীজ পেলেন ১৭৫০ কৃষক

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১৪: ৩৫
সার ও বীজ পেলেন ১৭৫০ কৃষক

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় কৃষকদের মাঝে বিনা মূল্যে সার ও সরিষা বীজ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের সামনে উপজেলার ১ হাজার ৭৫০ জন কৃষকের মাঝে এই সার ও বীজ বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, রবি ২০২১-২০২২ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ ও খেসারি ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে সার ও বীজ সহায়তা প্রণোদনা কার্যক্রমের আওতায় কৃষি পুনর্বাসন সহায়তা কার্যক্রম ২০২১ এর উদ্বোধন করা হয়।

এতে বিনা মূল্যে উপজেলার ১ হাজার ৭৫০ জন কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে।

কৃষকদের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু। উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীনের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মওদুদ আহমেদ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালন করেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মুহাম্মদ ফারুক আহসান।

ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমান বলেন, সার ও বীজ সহায়তা কার্যক্রমের আওতায় কৃষকদের মাঝে বিনা মূল্যে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে গম, ভুট্টা, সূর্যমুখী, চিনাবাদাম বীজ বিতরণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত