Ajker Patrika

আবারও সূচকের বড় পতন ডিএসইতে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১১: ৩৫
আবারও সূচকের বড় পতন ডিএসইতে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ক্রমেই কমছে। আগের দিনের ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেন শেষে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৪৩ পয়েন্ট কমে ৬ হাজার ৯৫৪ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১৩৫ পয়েন্ট।

আগের কার্যদিবসে লেনদেন শেষে ডিএসইএক্স কমে ২ পয়েন্ট। সূচকটি নেমে আসে ৭ হাজার পয়েন্টের নিচে। ডিএসইতে গতকাল মোট লেনদেন হয়েছে ১ হাজার ২৯৫ কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে গতকাল দর বেড়েছে ১৪৭টির, কমেছে ২০১টির।

ডিএসইতে গতকাল লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বেক্সিমকো লিমিটেড, আইএফআইসি, আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, ম্যাকসন স্পিনিং, ওরিয়ন ফার্মা, মালেক স্পিনিং, বেক্সিমকো ফার্মা, বিএটিবিসি, সাইফ পাওয়ার ও লাফার্জ হোলসিম বাংলাদেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত