Ajker Patrika

সড়ক খুঁড়ে রেখেই মেয়াদ পার

মনিরামপুর প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৩: ৩৬
সড়ক খুঁড়ে রেখেই মেয়াদ পার

গত জুন মাসে দেড়-দুই ফুট গভীর করে খুঁড়ে রাখা হয়েছে যশোরের মনিরামপুরের ঝাঁপা ইউনিয়নের দুটি সড়ক। এর পর সড়ক পাকা করার কাজ আর এগোয়নি।

গত ১২ ডিসেম্বর প্রকল্পের মেয়াদও শেষ হয়ে গেছে। কিন্তু সড়ক দুটিতে শুষ্ক মৌসুমে এসেও দুর্ভোগ কমেনি। সেখানে হাঁটুপানিতে সাঁতার কাটছে হাঁসের দল। কবে এ দুর্ভোগ শেষ হবে সেই প্রশ্ন এখন এলাকাবাসীর।

গত এপ্রিল মাসে ঝাঁপা ইউনিয়নের হানুয়ার আমতলা রোডের ৩৬৪ মিটার ও একই গ্রামের আফতাব গাজীর মোড় হতে হানুয়ার মণ্ডলপাড়া হয়ে পুলেরহাট রাজগঞ্জ সড়ক পর্যন্ত ২ হাজার ৪৮০ মিটার কাঁচা সড়ক পাকাকরণের দরপত্র হয়। মাগুরার স্বাধীন এন্টারপ্রাইজের অনুকূলে ৩৮ লাখ ৬০ হাজার ৭৪৬ টাকা ও ২ কোটি ৩০ লাখ ৪৯ হাজার টাকায় কাজ দুটোর অনুমোদন দেওয়া হয়। স্বাধীন এন্টারপ্রাইজের পক্ষে কাজের দায়িত্ব নেন মনিরামপুরের আবু সাইদ নামের এক ঠিকাদার। তাঁর হয়ে কাজটি করছেন মিজানুর রহমান রেন্টুসহ কয়েকজন।

এদিকে গত সপ্তাহের ভারী বর্ষায় রাস্তা দুটিতে হাঁটু পানি জমেছে। জনগণের চলাচলে সৃষ্টি হয়েছে চরম ভোগান্তি।

ঠিকাদারের পক্ষে রাস্তার কাজ দেখভালের দায়িত্বে থাকা মিজানুর রহমান রেন্টু বলেন, ‘কয়েক দিনের মধ্যে বালি ফেলে রাস্তা চলাচলের উপযোগী করে দেব।’

মনিরামপুর উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস আজকের পত্রিকাকে বলেন, ‘আমি নতুন এসেছি। হানুয়ার গ্রামের রাস্তা দুটোর ভোগান্তির কথা জানতে পেরে ঠিকাদারকে দ্রুত কাজ করাতে বলেছি। ঠিকাদার সময় বাড়ানোর জন্য বলেছেন। সেই সুযোগ আমি দিচ্ছি না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত