Ajker Patrika

কলাপাড়ায় বাসের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ২৬
কলাপাড়ায় বাসের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় বাসের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত ও তিনজন আহত হয়েছেন। গতকাল বুধবার সকাল আটটার দিকে কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের ঘুটাবাছা এলাকায় যমুনা লাইন নামের একটি বাস অটোরিকশাকে চাপা দেয়।

নিহতরা হলো বায়জীদ (১৪) ও সেলিম তালুকদার (৪৭)। নিহত বায়দিজ নীলগঞ্জ ইউনিয়নের গামরতলা গ্রামের ইউনুচ আলীর ছেলে আর সেলিম একই এলাকার তানজের তালুকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে গামরতলা এলাকা থেকে ইজিবাইকটি পাঁচজন মাছ ব্যবসায়ীকে নিয়ে কলাপাড়ার দিকে আসছিল। এ সময় ঘুটবাছা এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে যমুনা লাইন (ঢাকা মেট্রো-ব-১৫-৮৫২১) অটোরিকশাকে চাপা দিলে দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন, এ ঘটনায় বাসটিকে জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত