Ajker Patrika

‘বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনকারী প্রথম নগরী হবে চট্টগ্রাম’

চট্টগ্রাম প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১৩: ৪৭
‘বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনকারী প্রথম নগরী হবে চট্টগ্রাম’

চট্টগ্রামে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে জানিয়ে বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, দুই থেকে আড়াই বছরের মধ্যে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। এ ছাড়া বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে। দেড় বছরের মধ্যে তা বাস্তবায়ন করা হবে। এ প্রকল্প বাস্তবায়ন হলে দেশের প্রথম বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনকারী নগরী হবে চট্টগ্রাম।

গতকাল চট্টগ্রামের র‍্যাডিসন ব্লু হোটেলের মোহনা হলে রিহ্যাব মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রিহ্যাবের প্রেসিডেন্ট আলমগীর সামশুল আল আমিন কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ, চট্টগ্রাম রিজিওনের সভাপতি আব্দুল কয়্যুম চৌধুরী।

হোটেল র‍্যাডিসন ব্লুতে গতকাল থেকে শুরু হওয়া চার দিনব্যাপী ‘রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার-২০২১’ চলবে ২১ নভেম্বর পর্যন্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত