Ajker Patrika

ভিসির সঙ্গে হুয়াওয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১৩: ৪১
ভিসির সঙ্গে হুয়াওয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের সঙ্গে চীনা বহুজাতিক নেটওয়ার্কিং এবং টেলিকমিউনিকেশন উপকরণ প্রস্তুতকারী ও সেবা প্রদানকারী কোম্পানি হুয়াওয়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। গতকাল বুধবার বেলা দেড়টায় ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে সাক্ষাৎ হয়।

হুয়াওয়ের প্রতিনিধিদলের সদস্যরা হলেন হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ লিমিটেডের ভিপি ক্যারিয়ার বিজনেসের চিফ অপারেটিং কর্মকর্তা তাও, ডেলিভারি অ্যান্ড সার্ভিসেস বিভাগের ভাইস প্রেসিডেন্ট জেমস এবং মানবসম্পদ বিভাগের সিনিয়র এইচআর ম্যানেজার ফারা নেওয়াজ।

এ সময় চুয়েটের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক ও বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, ইনস্টিটিউট অফ কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মেহেদী হাসান চৌধুরী উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত