Ajker Patrika

রাজনীতিবিদ ও কর্মকর্তাদের সীমা মেনে চলা আবশ্যক: কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ১৮: ০৯
রাজনীতিবিদ ও কর্মকর্তাদের সীমা মেনে চলা আবশ্যক: কাদের

দেশের বিভিন্ন ইস্যুতে কিছু দায়িত্বশীল রাজনৈতিক নেতা এবং সরকারি কর্মকর্তা কাণ্ডজ্ঞানহীন বক্তব্য দিচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, রাজনীতিবিদদের পাশাপাশি, জনপ্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কেউ কেউ সভা, সমিতি ও সেমিনারে নিজের দায়িত্বের সীমারেখা অতিক্রম করে বক্তব্য দিচ্ছেন, মন্তব্য করছেন, যা মোটেই শোভন নয়। দায়িত্বশীল ব্যক্তিদের দায়িত্বহীন বক্তব্য সমীচীন নয়।

গতকাল শুক্রবার জাতীয় সংসদ ভবন এলাকার বাসভবনে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। বক্তব্য দেওয়া বা মন্তব্য করার ক্ষেত্রে নিজস্ব পরিমণ্ডল বিবেচনা করা তথা সীমারেখা মেনে চলার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, রাজনীতিবিদ কিংবা সরকারি কর্মকর্তা সবারই একটি সুনির্দিষ্ট সীমারেখা আছে। আচরণবিধি আছে। সবার এ সীমারেখা মেনে চলা অতি আবশ্যক।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি) আয়োজিত এক সেমিনারে দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সম্পর্কে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আনিছুর রহমান বলেছিলেন, এটা পলিটিক্যাল সিদ্ধান্ত। আমলাদের এত বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই।

একই দিনে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের দেওয়া একটি বক্তব্যও বেশ আলোচনায় আসে। বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে এক সংবাদ ব্রিফিংয়ে ইউপি নির্বাচন নিয়ে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেন, ‘ইউপি নির্বাচন নিয়ে টিভিতে হানাহানি, মারামারি, কাটাকাটি, রক্তক্ষয়ী সংঘর্ষ দেখা যায়, এটি অত্যন্ত বেদনাদায়ক। আমার কাছে খুব খারাপ লাগে, কষ্ট লাগে। মনে হয়, আমরা কি তাহলে ব্যর্থ হচ্ছি? এত বড় (স্বরাষ্ট্র) মন্ত্রণালয়, আমাদের দেশটা তো একেবারে ছোট না। মানুষের সংখ্যাও তো অনেক, ১৭ কোটি। ওখানে (স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে) বোধ হয় আরও কাউকে দিলে ভালো হতেও পারে, এটুকু বলতে পারি। ওনাকে (স্বরাষ্ট্রমন্ত্রী) সহযোগিতা করা প্রয়োজন।’

মুরাদ হাসান এমন বক্তব্য নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সহজে নেয়নি। তাঁরা এটি নিয়ে সমালোচনাও করেছেন। এর প্রতিফলন দেখা গেছে গতকাল সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ব্রিফিংয়েও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত