Ajker Patrika

মঞ্চস্থ হলো ‘গোলপোস্ট’

ফেনী প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৩: ৩৬
মঞ্চস্থ হলো ‘গোলপোস্ট’

মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে ফেনী জেলা শিল্পকলা একাডেমির রেপার্টরি নাট্যদলের পরিবেশনায় গণহত্যা পরিবেশ থিয়েটারের নাটক ‘গোলপোস্ট’ মঞ্চায়িত হলো। গত রোববার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই নাটক মঞ্চস্থ হয়েছে।

মহান স্বাধীনতা যুদ্ধে ফেনী কলেজ ছিল পাকিস্তানি বাহিনীর অন্যতম ক্যাম্প আর টর্চার সেল। কলেজের গোলপোস্ট ছিল অত্যাচারের অন্যতম স্থান। কত শত মানুষ এই বধ্যভূমিতে শহীদ হয়েছেন, তা আজও অজানা। বাংলাদেশের জন্য কিছু সাধারণ মানুষের আত্মত্যাগের কাহিনি নিয়েই নাটক গোলপোস্ট।

গোলপোস্ট নাটকের পরিকল্পক ও নির্দেশক আবুল কালাম আজাদ সেতু বলেন, ‘স্বাধীনতার জন্য আমাদের মুক্তিযোদ্ধাদের অবদান অনস্বীকার্য। পাকিস্তানিরা এ দেশের মাটিটাই শুধু চেয়েছে, মানুষ না। তাই বিনা কারণে এ দেশের মানুষকে তারা হত্যা করেছে, রোমহষর্ক অত্যাচার চালিয়েছে। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি। গণহত্যা পরিবেশ থিয়েটার গোলপোস্ট সেসব মানুষের প্রতি উৎসর্গ করেছে।’

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও নাট্যজন লিয়াকত আলী লাকি অনলাইনে প্রদর্শনীর উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক (ডিসি) আবু সেলিম মাহমুদ-উল হাসান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে ও জেলা কালচারাল অফিসার এস এম টি কামরান হাসানের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি পিপি হাফেজ আহম্মদ ও বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নাটক উপভোগ করেন।

‘গোলপোস্ট’ রচনা করেছেন আসাদুল ইসলাম। নাট্যজন লিয়াকত আলী লাকির ভাবনা ও পরিকল্পনায় নাটকের পৃষ্ঠপোষকতায় ছিল সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।

নাটকে অভিনয় করেছেন মো. আবদুর রউফ, আবদুর রহমান মিঠু, হিমেল পাটোয়ারী, মো. রকিবুল ইসলাম, সুরঞ্জিত নাগ, বিজয় নাথ, আরাধ্য শীর, অথৈ মিত্র, সাজ্জাদুল ইসলাম, নাজমুন নাহার, মো. সাজ্জাতুল ইসলাম সানি, বিন্দু বণিক, মো. মিজান হোসেন, তন্ময় নাথ টিটু, সাব্বির আাহাম্মদ রামিন, ইকবাল হাসান বিজয়, আবদুল্লাহ আল রাজী, সুব্রত দেব নাথ, নামজাদা হীবব আনোয়ার, মো. আইনুল ইসলাম, শারদ রায় নির্জর, মো. আবদুল কাদির, তানজিনা আক্তার জেরিন, আবদুল মালেক, মো. মাজিদুল হক ইরফান, সুপ্রভা দাস, অদ্রিজা দাস, অনন্যা রাণী দাস, অঙ্কুর ভৌমিক, হৃদয় মজুমদার, রাফিকা আফরা, মো. আজিজুল হক, তিথি চক্রবর্তী, রুনু চক্রবর্তী, নাহিদ হাসান, হৃদয় রঞ্জন দাস, জামিলা হক দিহানা, শ্রেয়া সরকার, গুঞ্জন সরকার, অমিত মজুমদার, মো. ইয়াছিন আরাফাত, বিবি আয়েশা বেগম, পূর্ণতা শর্মা, রাজশ্রী পোদ্দার, মো. শরীফ হোসেন মাসুম, ফাতেমা জান্নাত, মো. আবদুল্লাহ আল ফরহাদ, শাহরিয়ার ফারিক, যারিন ইরতিজা খানমসহ ফেনীর স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা।

সার্বিক সহযোগিতায় ছিলেন সমরজিৎ দাস টুটুল, নাসিরউদ্দিন সাইমুম, রাজীব সারওয়ার, আনোয়ার হোসেন রাজু, হুমায়ূন মজুমদার এবং বাপ্পি পোদ্দার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত