Ajker Patrika

সহিংসতার ঘটনায় গ্রেপ্তার আরও ৩

রংপুর প্রতিনিধি
আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১৬: ৩৭
সহিংসতার ঘটনায় গ্রেপ্তার আরও ৩

পীরগঞ্জের বড় করিমপুর গ্রামের মাঝিপাড়ায় অগ্নিসংযোগের ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গত সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় একজনের কাছ থেকে হিন্দুদের বাড়ি থেকে লুট হওয়া মাছ ধরার একটি জাল জব্দ করা হয়। এ নিয়ে এখন পর্যন্ত ৬৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার নতুন তিনজন হলেন বড় করিমপুর গ্রামের রাজিন ওরফে পলাশ, ধুলগাড়ী গ্রামের শাফিকুল ইসলাম ও মাদারপুর গ্রামের আশিকুর রহমান।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার বিভিন্ন এলাকা থেকে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গত রোববার রাতে গাইবান্ধার সাদুল্লাপুর থেকে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন আবদুল্লাহ আল মামুন ও ওমর ফারুক ওরফে টনেট। তাঁরা দুজনই জামায়াত-শিবিরের কর্মী। ঘটনার দিন তাঁরা সাদুল্লাপুর থেকে পীরগঞ্জে এসে হামলায় অংশ নিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।

এদিকে সহিংসতার ঘটনায় নতুন করে ১৩ আসামির বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত সোমবার দুপুরে পীরগঞ্জ আমলি আদালতের বিচারক মো. ফজলে এলাহী খান এই আদেশ দেন। আদালতের সাধারণ নিবন্ধক মো. শহিদুর রহমান এ তথ্য জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত ১৭ অক্টোবর রাতে মাঝিপাড়ায় হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়িতে উত্তেজিত জনতা হামলা চালায়। এ সময় লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।

এ ঘটনায় চারটি মামলা হয়েছে। এর মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনে তিনটি এবং হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটের ঘটনায় একটি মামলা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত