Ajker Patrika

টঙ্গীতে টিকা না পেয়ে স্বাস্থ্যকর্মীদের মারধর

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ০১ অক্টোবর ২০২১, ২১: ১৩
টঙ্গীতে টিকা না পেয়ে স্বাস্থ্যকর্মীদের মারধর

গাজীপুরের টঙ্গীতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও টিকা না পেয়ে সেবিকা ও স্বেচ্ছাসেবীদের মারধরের ঘটনা ঘটেছে। এতে সাতজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন সিনিয়র সেবিকা রিপা আক্তার, সুরাইয়া আক্তার, শাহিনা আক্তার, রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবী নাদিম আহাম্মদ, সিফাত হোসেন, ইউছুফ ও সুমন।

জানা যায়, গতকাল সকালে হাসপাতালে কয়েক হাজার নারী-পুরুষ টিকা নিতে আসেন। দীর্ঘ সময় তাঁরা লাইনে দাঁড়িয়ে থাকেন। একপর্যায়ে ঘোষণা দেওয়া লাইনে দাঁড়িয়েে থাকা এতো মানুষের টিক মজুত নেই। তাই সবাই টিকা পাবেন না। এতে ক্ষুব্ধ হয়ে কয়েকজন হাসপাতালের কর্মচারী ও স্বেচ্ছাসেবীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান। পরে তাঁদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় টিকা নিতে আসা কয়েকজন ওই সাতজনকে মারধর করলে তাঁরা আহত হন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

হাসপাতালের সেবিকারা জানান, গতকাল কয়েক হাজার নারী ও পুরুষ টিকা নিতে এসেছেন। তাঁরা হঠাৎ করেই টিকাদানকারী স্বেচ্ছাসেবী কর্মীদের মারধর করে আহত করেছেন।

টিকা নিতে আসা কয়েকজন জানান, সকাল থেকে টিকা নিতে লাইনে দাঁড়িয়ে থাকেন তাঁরা। কিন্তু লাইন ভেঙে অনেকে টিকা দিয়ে চলে যায়। দুপুরের আগেই টিকা নেই এমন ঘোষণা দেওয়া হলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. পারভেজ হোসেন বলেন, ‘টিকা নিতে এসে লাইনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এতে হাসপাতালের সেবিকা ও রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা আহত হয়েছেন।’

শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর আলম বলেন, ‘টিকা মজুতের তুলনায় টিকাগ্রহীতার সংখ্যা বেশি হয়ে গেছে। তবে টিকার ব্যবস্থা করা হচ্ছে। আগামীকাল (শনিবার) থেকে সবাইকে টিকা দেওয়া সম্ভব হবে।’

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ বলেন, বিশৃঙ্খলার সৃষ্টির প্রায় এক ঘণ্টা পর ফের টিকা কার্যক্রম শুরু হয়। টিকাকেন্দ্রে পুলিশ রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত