Ajker Patrika

ঘোষণা ছাড়াই মুক্তি পেল ‘বুকের মধ্যে আগুন’

আপডেট : ০৫ মার্চ ২০২৩, ১৬: ৪৪
ঘোষণা ছাড়াই মুক্তি পেল ‘বুকের মধ্যে আগুন’

ওটিটিতে কোনো কনটেন্ট রিলিজ করার আগে ফলাও করে প্রচার করা হয়। এ ক্ষেত্রে একেবারেই উল্টো পথে হাঁটল হইচইয়ের নতুন ওয়েব সিরিজ ‘বুকের মধ্যে আগুন’। গত বৃহস্পতিবার মধ্যরাতে কোনো ঘোষণা ছাড়াই মুক্তি দেওয়া হয় আট পর্বের এ সিরিজটি।

মুক্তির আগেই বিতর্ক শুরু হয় তানিম রহমান অংশু পরিচালিত সিরিজটি নিয়ে। এক স্টাইলিশ সুপারস্টার, রঙিন দুনিয়ায় তাঁর জনপ্রিয়তা যখন তুঙ্গে, তখন হঠাৎ একদিন গলায় ফাঁস দিয়ে তাঁর মৃত্যুর খবরে উত্তাল হয়ে ওঠে দেশ। সবার মনে প্রশ্ন, এত তারকাখ্যাতির মধ্যেও কেন তিনি আত্মহত্যা করবেন? এটি কি আত্মহত্যা, নাকি হত্যা? সে রহস্যকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিরিজটি। মুক্তির তারিখ ছিল ১৭ ফেব্রুয়ারি। গল্পের প্রেক্ষাপট শুনে অনেকেই আন্দাজ করেন, সিরিজটি প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুরহস্য নিয়ে তৈরি হয়েছে। এরপর সালমান শাহ পরিবারের পক্ষ থেকে জানানো হয় আপত্তি, পাঠানো হয় আইনি নোটিশ। মুক্তির এক সপ্তাহ আগে কাজ শেষ না হওয়ার কারণ দেখিয়ে পিছিয়ে দেওয়া হয় মুক্তির তারিখ। এরপর এ বিষয়ে আর কোনো তথ্য প্রকাশ করেনি প্রযোজনা প্রতিষ্ঠান।

হঠাৎ করেই ২ মার্চ দিবাগত রাত ১২টায় হইচইয়ে মুক্তি পায় ‘বুকের মধ্যে আগুন’। সিরিজ দেখে দর্শকেরা মন্তব্য করছেন, গল্পটি সালমান শাহর জীবন থেকেই নেওয়া। পূর্বঘোষণা ছাড়া হঠাৎ মুক্তি দেওয়ার কারণ জানতে হইচইয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের পক্ষ থেকে সাড়া পাওয়া যায়নি। তবে পাওয়া গেছে নির্মাতাকে। এ বিষয়ে তানিম রহমান অংশু বলেন, ‘এটা প্রযোজনা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত। ট্রেলার প্রকাশের পর বেশ সাড়া পড়ে। তখন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, দর্শককে চমক দিতে হুট করেই মুক্তি দেওয়া হবে সিরিজটা।’

সিরিজটি নিয়ে দর্শক প্রতিক্রিয়া প্রসঙ্গে অংশু বলেন, ‘গতকাল থেকে অনেক রিভিউ দেখছি। এএসপি মামুনের চরিত্রটি দর্শক অনেক পছন্দ করেছে। আরও দু-একদিন পর দর্শকের প্রতিক্রিয়াটা পুরোপুরি বোঝা যাবে।’

সিরিজটি সালমানের মৃত্যুরহস্যকে ঘিরে, দর্শকের এমন মন্তব্য প্রসঙ্গে অংশু বলেন, ‘আমার গল্পটা শুধু একজন চিত্রনায়কের নয়। এএসপি মামুনেরও গল্প। দুজনের স্ট্রাগলটা দেখানো হয়েছে। আমার মনে হয় দর্শক গল্পের থিমটা বুঝতে পেরেছে।’

এ বিষয়ে সালমান শাহর পরিবার থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে তাঁরা আইনি প্রক্রিয়ায় যেতে পারেন বলে শোনা গেছে।

বুকের মধ্যে আগুন ওয়েব সিরিজে সুপারস্টার আরমান খানের চরিত্রে রয়েছেন ইয়াশ রোহান, এএসপি মামুনের চরিত্রে অপূর্ব, আরও রয়েছেন তারিক আনাম খান, তমা মির্জা, শাহনাজ সুমী, তানিয়া আহমেদ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত