Ajker Patrika

বাংলা চ্যানেল পাড়ি দেবেন তিন শিক্ষার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১৩: ২২
বাংলা চ্যানেল পাড়ি দেবেন তিন শিক্ষার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী হিসেবে প্রথমবারের মতো বাংলা চ্যানেল পাড়ি দিতে যাচ্ছেন তিন শিক্ষার্থী।

গতকাল শুক্রবার ঢাকার বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত টানা ৪ ঘণ্টা সাঁতার কেটে সাফল্যের সঙ্গে তাঁরা ফাইনাল রাউন্ডে উঠেন। আগামী ২০ ডিসেম্বর টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত ১৬.১ কিলোমিটার সাঁতার কেটে বাংলা চ্যানেল পাড়ি দেয়ার কথা রয়েছে তাঁদের। এঁরা হলেন চবির স্পোর্টস সায়েন্স বিভাগের দুই শিক্ষার্থী সালাহ উদ্দিন ও শফিউল হাসান এবং পালি বিভাগের উজ্জ্বল চাকমা।

এ বিষয়ে সালাহ উদ্দিন বলেন, ‘২০১৭ সাল থেকেই স্বপ্ন ছিল কোনো একদিন বাংলা চ্যানেল পাড়ি দিব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত