Ajker Patrika

স্মার্ট টেকনোলজির জিএম হলেন সরোয়ার

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৬: ২৯
স্মার্ট টেকনোলজির জিএম হলেন সরোয়ার

দেশের আইসিটি খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজি (বিডি) লিমিটেডের মহাব্যবস্থাপক হিসেবে যোগ দিয়েছেন মো. সারোয়ার জাহান চৌধুরী। তিনি সনির ইলেকট্রনিকস পণ্য এবং সংশ্লিষ্ট অন্যান্য পরিষেবার বাজার সম্প্রসারণ নিয়ে কাজ করবেন।

গত মঙ্গলবার প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে তাঁকে স্বাগত জানান স্মার্ট টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম। এ সময় প্রতিষ্ঠানটির পরিচালক জাফর আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক এস এম মহিবুল হাসান, মহাব্যবস্থাপক (মানব সম্পদ বিভাগ) এ কে এম শফিক উল হকসহ অনেকেই উপস্থিত ছিলেন।

স্মার্ট টেকনোলজিতে যোগ দেওয়ার আগে মো. সারোয়ার জাহান চৌধুরী ইলেকট্রনিকস পণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান ইলেকট্রো মার্ট লিমিটেডে সিনিয়র ন্যাশনাল সেলস ম্যানেজার ছিলেন। এর আগে তিনি বাংলাদেশে সনির হয়ে টানা ২০ বছর নানা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত