Ajker Patrika

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় জরিমানা

ফেনী প্রতিনিধি
আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১৩: ৩৬
মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় জরিমানা

ফেনীর ছাগলনাইয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় এক ফার্মেসির মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। গতকাল সোমবার দুপুরে উপজেলার মহামায়া ইউনিয়নের চাঁদগাজী বাজারে এ জরিমানা করা হয়। এ সময় একটি মুদি দোকানের মালিককে মূল্য তালিকা না থাকায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সোহেল চাকমা জানান, দীর্ঘদিন ধরে রুমি মেডিকেল হল নামে একটি প্রতিষ্ঠান মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করে আসছে এমন অভিযোগে অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ার অপরাধে প্রতিষ্ঠান মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া একই বাজারের জসিম স্টোর নামে একটি মুদি দোকানের মূল্য তালিকা হালনাগাদ না থাকায় ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এ অভিযানে ছাগলনাইয়া থানার একটি টিম সহায়তা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত