Ajker Patrika

রমজানে চিনির দাম স্থিতিশীল রাখতে আমদানির সুপারিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১২: ১৪
রমজানে চিনির দাম স্থিতিশীল রাখতে আমদানির সুপারিশ

আগামী রমজানে চিনির দাম স্থিতিশীল রাখতে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনকে (বিএসএফআইসি) চিনি আমদানি করতে বলেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে চিনিশিল্পকে ঢেলে সাজাতে অতিরিক্ত জনবল ছাঁটাইয়েরও সুপারিশ করা হয়েছে।

গতকাল রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে চিনিশিল্প নিয়ে আলোচনায় এসব সুপারিশ করা হয়। বৈঠক শেষে কমিটির সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘বর্তমানে বাজারে চিনির দাম একটু বেশি। কমিটি এ বিষয়টি আমলে নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলেছে। নানা কারণে আমাদের চিনিশিল্প সংকটে আছে। কিন্তু আগামী রমজানের আগে যেন বাজার স্থিতিশীল হয়, সে জন্য আমরা শুধু বিএসএফআইসির অধীনে চিনি আমদানি করতে বলেছি, অন্য কোনো মাধ্যমে নয়। এ ছাড়া সরকার চিনিশিল্পে সব সময় ভর্তুকি দিয়ে আসছে।’

বাংলাদেশ ট্যারিফ কমিশনের বরাত দিয়ে মন্ত্রণালয় সংসদীয় কমিটিকে জানিয়েছে, রোজার সময় দেশে সম্ভাব্য চিনির চাহিদা তিন লাখ মেট্রিক টন। এই চাহিদার পরিপ্রেক্ষিতে বিএসএফআইসি, বেসরকারি সুগার রিফাইনারি প্রতিষ্ঠান এবং টিসিবির কাছে মজুত করা চিনি দিয়ে রোজার মাসে চাহিদা পূরণ করা সম্ভব। বিএসএফআইসির আর্থিক সংকটের কারণে চিনি আমদানির কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি বলেও জানায় মন্ত্রণালয়।

সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে রমজান মাসের আগেই বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে সরাসরি চিনি আমদানি করা এবং চিনিশিল্পকে ঢেলে সাজানোর জন্য এই শিল্পের অতিরিক্ত জনবল ছাঁটাই করার সুপারিশ করা হয়েছে।

গত ফেব্রুয়ারিতে সংসদীয় কমিটিতে মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, বিএসএফআইসি গত পাঁচ বছরে প্রায় ৪ হাজার কোটি টাকা লোকসান গুনেছে। এ সময়ে প্রতিষ্ঠানটির আয় হয়েছে ৩ হাজার ১৪৭ কোটি ২২ লাখ টাকা। ব্যয় হয়েছে ৭ হাজার ৮৬ কোটি ২ লাখ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আসন্ন মৌসুমে নিরবচ্ছিন্নভাবে সার বিতরণ করার লক্ষ্যে কারখানা মালিক ও বাফার ইনচার্জদের সঙ্গে সমন্বয় সভা করে সার্বিক কাজ ত্বরান্বিত করা হয়েছে বলে মন্ত্রণালয় কমিটিকে জানিয়েছে।

কমিটির সভাপতি আমির হোসেন আমুর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারসহ অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত