Ajker Patrika

গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ শুরু

মিঠাপুকুর প্রতিনিধি
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১১: ৩৯
গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ শুরু

মিঠাপুকুরে প্রথমবারের মতো গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের লক্ষ্যে বীজতলা তৈরির কাজ শুরু করা হয়েছে। পেঁয়াজের ঘাটতি পূরণে সরকারি প্রণোদনায় উপজেলায় ১০০ বিঘা জমিতে এ ফসলের চাষ করা হবে বলে কৃষি বিভাগ থেকে জানানো হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, দেশে পেঁয়াজের ঘাটতি পূরণে প্রতি বছর বিদেশ থেকে আমদানি করতে হয়। আমদানির ওপর এই নির্ভরশীলতার কারণে অনেক সময় পণ্যটির দাম ক্রেতাসাধারণের নাগালের বাইরে চলে যায়। এ কারণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরীক্ষামূলকভাবে গ্রীষ্মকালে পেঁয়াজ চাষের পরিকল্পনা গ্রহণ করেছে। যাতে দেশে উৎপাদিত পেঁয়াজ দিয়ে চাহিদা পূরণ করা যায়।

উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে জানান, অসময়ে পেঁয়াজ চাষের অভিজ্ঞতা না থাকায় নির্বাচিত চাষিদের বীজতলা তৈরির কৌশল বা নিয়মকানুন শিখিয়ে দেওয়া হচ্ছে।

উপজেলার পায়রাবন্দ, রানীপুকুর ও লতিবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গত মঙ্গলবার পেঁয়াজ চাষের বীজতলা তৈরি করে দেখানো হয়। এ সময় রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ওবায়দুর রহমান মণ্ডল উপস্থিত থেকে চাষিদের ধারণা দেন।

কৃষি কর্মকর্তা আনোয়ার জানান, এবারই প্রথম গ্রীষ্মকালে পেঁয়াজ চাষ হবে। এটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জন্য একটি চ্যালেঞ্জ। তবে এতে সাফল্য অর্জন করা সম্ভব হবে বলে আশাবাদী তিনি।

আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, এ বছর মিঠাপুকুরে ১০০ বিঘা জমিতে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করা হবে। আগ্রহী কৃষকদের চাষের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এখন তাঁদের সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। উপসহকারী কৃষি কর্মকর্তারা সব সময় মাঠে আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত