কমলাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী প্রচারে হামলা ও মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই অভিযোগে গতকাল রোববার বিকেলে কলমাকান্দা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন নৌকার প্রার্থী এ বি এম সিদ্দিকুর রহমান। উপজেলার খারনৈ ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রতিদ্বন্দ্বী দুই চেয়ারম্যান প্রার্থীকে এই হামলার জন্য দায়ী করেন তিনি।
ওই ইউপিতে নৌকার প্রার্থীর প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীরা হলেন বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুল হক ভূঁইয়া এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল হক চান মিয়া দেওয়ানি। দলীয় নির্দেশ না মেনে নির্বাচনে অংশ নেওয়ায় গত শনিবার দল থেকে সিরাজুল হকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বলেন, গত শনিবার রাতে কর্মী-সমর্থকেরা উপজেলার সন্দুরীঘাট স্কুলমাঠে নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওবায়দুল হক ভূঁইয়া ও সিরাজুল হকের লোকজন একত্র হয়ে হঠাৎ করেই হামলা চালান।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, হামলাকারীরা আওয়ামী লীগের এক কর্মীর মোটরসাইকেল পুড়িয়ে দেয়। প্রতীক বরাদ্দের পর থেকেই প্রতিদ্বন্দ্বী ওবায়দুল হক ও সিরাজুল হক একত্র হয়ে নৌকার প্রার্থীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। নৌকার সমর্থক ও কর্মীদের নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করছেন। এ ব্যাপারে তিনি থানায় অভিযোগ দিয়েছেন।
তবে ওবায়দুল হক ভূঁইয়া হামলার অভিযোগ অস্বীকার করেছেন। ওবায়দুল হক বলেন, ‘আমার কোনো কর্মী-সমর্থক কারও ওপর হামলা করেনি। এমনকি কারও মোটরসাইকেলে আগুন দেয়নি। এগুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। উল্টো নৌকার সমর্থকেরা আমার পোস্টার ছিঁড়ে ফেলছে। প্রচারে বাধা দিচ্ছে।’
এদিকে অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হয় আওয়ামী লীগের বিদ্রোহী ও বহিষ্কৃত নেতা সিরাজুল হক চান মিয়া দেওয়ানির সঙ্গে। কিন্তু তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আহাদ খান বলেন, ‘গত শনিবার রাতে হামলার খবর পাই। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী প্রচারে হামলা ও মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই অভিযোগে গতকাল রোববার বিকেলে কলমাকান্দা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন নৌকার প্রার্থী এ বি এম সিদ্দিকুর রহমান। উপজেলার খারনৈ ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রতিদ্বন্দ্বী দুই চেয়ারম্যান প্রার্থীকে এই হামলার জন্য দায়ী করেন তিনি।
ওই ইউপিতে নৌকার প্রার্থীর প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীরা হলেন বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুল হক ভূঁইয়া এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল হক চান মিয়া দেওয়ানি। দলীয় নির্দেশ না মেনে নির্বাচনে অংশ নেওয়ায় গত শনিবার দল থেকে সিরাজুল হকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বলেন, গত শনিবার রাতে কর্মী-সমর্থকেরা উপজেলার সন্দুরীঘাট স্কুলমাঠে নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওবায়দুল হক ভূঁইয়া ও সিরাজুল হকের লোকজন একত্র হয়ে হঠাৎ করেই হামলা চালান।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, হামলাকারীরা আওয়ামী লীগের এক কর্মীর মোটরসাইকেল পুড়িয়ে দেয়। প্রতীক বরাদ্দের পর থেকেই প্রতিদ্বন্দ্বী ওবায়দুল হক ও সিরাজুল হক একত্র হয়ে নৌকার প্রার্থীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। নৌকার সমর্থক ও কর্মীদের নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করছেন। এ ব্যাপারে তিনি থানায় অভিযোগ দিয়েছেন।
তবে ওবায়দুল হক ভূঁইয়া হামলার অভিযোগ অস্বীকার করেছেন। ওবায়দুল হক বলেন, ‘আমার কোনো কর্মী-সমর্থক কারও ওপর হামলা করেনি। এমনকি কারও মোটরসাইকেলে আগুন দেয়নি। এগুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। উল্টো নৌকার সমর্থকেরা আমার পোস্টার ছিঁড়ে ফেলছে। প্রচারে বাধা দিচ্ছে।’
এদিকে অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হয় আওয়ামী লীগের বিদ্রোহী ও বহিষ্কৃত নেতা সিরাজুল হক চান মিয়া দেওয়ানির সঙ্গে। কিন্তু তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আহাদ খান বলেন, ‘গত শনিবার রাতে হামলার খবর পাই। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫