Ajker Patrika

ভর্তিচ্ছুদের সেবা দিয়ে সুনাম কুড়াল ওঁরা

পল্লব আহমেদ সিয়াম, ইবি
আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৬: ৪৬
ভর্তিচ্ছুদের সেবা দিয়ে সুনাম কুড়াল ওঁরা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সেবা দিয়ে সুনাম কুড়িয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র সংগঠনগুলো। দূর-দূরান্ত থেকে আসা পরীক্ষার্থীদের বেশির ভাগই কেন্দ্রের অবস্থান জানেন না। শিক্ষার্থীদের ব্যাগ ও মোবাইল রাখা নিয়েও ঝামেলায় পড়তে হয়। এমন অসুবিধা দূর করার জন্য শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি, রোভার স্কাউট এবং জেলা ছাত্র কল্যাণ সংগঠনগুলো।

গত ১৭ ও ২৪ অক্টোবর এবং ১ নভেম্বর গুচ্ছ পদ্ধতিতে ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষরে প্রথম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিকে স্বতন্ত্রভাবে গত মঙ্গলবার গুচ্ছ পদ্ধতির বাইরে থাকা থিয়োলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের পরীক্ষা হয়।

ভর্তিচ্ছুদের কষ্ট লাঘবের জন্য ‘অভিভাবক কর্নার’ স্থাপন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং বাংলাদেশ ছাত্র মৈত্রী।

পরীক্ষা শেষে দেখা যায়, লাইন ধরে মোবাইল ফোন, ব্যাগ, মানিব্যাগ, ঘড়িসহ হেল্পডেস্কগুলোতে রেখে যাওয়া নিজেদের জিনিসপত্র নিচ্ছেন পরীক্ষার্থীরা। এসব সংগঠনগুলোর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবক ও শিক্ষার্থীরা।

এক অভিভাবক বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে মেয়েকে নিয়ে জীবনে প্রথম আসলাম। কিছুই চিনি না। অভিভাবক কর্নারে জিজ্ঞেস করতেই তাঁরা পৌঁছে দিল। এ কাজগুলো খুব ভালো।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত