Ajker Patrika

চাঁদাবাজির অভিযোগে ৩ জন কারাগারে

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১৪: ১৬
চাঁদাবাজির অভিযোগে ৩ জন কারাগারে

নওগাঁয় সাংবাদিক পরিচয় দিয়ে একটি ইটভাটার মালিকের কাছে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া তিন ব্যক্তিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে নওগাঁর আমলি আদালত-১-এ হাজির করে প্রত্যেকের তিন দিন করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।

কারাগারে যাওয়া ব্যক্তিরা হলেন রমজান আলী, রানা আহমেদ ও মমিনুল ইসলাম।

জানা গেছে, শুনানি শেষে নওগাঁর আমলি আদালত-১-এর বিচারক তাজউল ইসলাম রিমান্ড ও জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে রোববার সন্ধ্যায় নওগাঁ-রাণীনগর সড়কের পাশে নওগাঁ পৌরসভায় খিদিরপুর এলাকার একটি ইটভাটার মালিকের কাছে সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদা দাবি করেন ওই তিন ব্যক্তি। ইটভাটায় খড়ি পুড়িয়ে পরিবেশের ক্ষতি করা হচ্ছে, এমন অভিযোগ তুলে তাঁরা ইটভাটার মালিককে ভয়ভীতি দেখাতে থাকেন। টাকা না দিলে ছবি তুলে পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে তা প্রকাশ করা হবে হুমকি দেন।

পরে স্থানীয় লোকজন তাঁদের আটকে রেখে নওগাঁ সদর থানা-পুলিশকে খবর দিলে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে নিয়ে যায়।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, আদালতের নির্দেশে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত