Ajker Patrika

সংঘবদ্ধ ধর্ষণের শিকার কিশোরীর সন্তান প্রসব

যশোর প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৪: ৫২
সংঘবদ্ধ ধর্ষণের  শিকার কিশোরীর  সন্তান প্রসব

সংঘবদ্ধ ধর্ষণের শিকার এক কিশোরী (১৪) সন্তান প্রসব করেছে। গতকাল রোববার ভোর ৫টার দিকে যশোর সদর হাসপাতালে সে একটি মেয়ে সন্তান প্রসব করে। ওই কিশোরী চলতি বছরের মার্চ মাসে যশোর সদরে তিন তরুণের ধর্ষণের শিকার হয়।

যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন মেয়েটির মা জানিয়েছেন, শনিবার গভীর রাতে প্রসববেদনা উঠলে মেয়েটিকে হাসপাতালে আনা হয়। ভোর পাঁচটার দিকে সে একটি মেয়ে সন্তান প্রসব করে।

প্রসূতির মা বলেন, ‘আমার স্বামী ভ্যানচালক। মার্চ মাসের প্রথম দিকে আমার বড় মেয়ে হাসপাতালে সন্তান প্রসব করে। সেই সময়ে আমরা সবাই হাসপাতালে ছিলাম। কেবল ছোট মেয়ে বাড়িতে ছিল। ওই দিন রাতে যশোর সদরের অনিক ও সোহানসহ তিনজন তরুণ মিলে অস্ত্রের মুখে আমার মেয়ের মুখ বেঁধে ধর্ষণ করে।’

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘ধর্ষণের ঘটনায় থানায় একটি মামলা রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত