Ajker Patrika

‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার’ পেল ওয়ালটন

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৪: ০০
‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার’ পেল ওয়ালটন

দেশের শিল্প খাতে বিশেষ অবদান রাখায় ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার-২০১৯’ পেল ওয়ালটন। হাই-টেক শিল্প ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মর্যাদাকর এ পুরস্কার দেওয়া হয়।

বেসরকারি খাতের সৃজনশীলতাকে উৎসাহিত করার লক্ষ্যে পঞ্চমবারের মতো রাষ্ট্রপতির নামে প্রবর্তিত এ পুরস্কার দিল শিল্প মন্ত্রণালয়। পুরস্কার হিসেবে প্রতিটি প্রতিষ্ঠানকে একটি করে ক্রেস্ট এবং সম্মাননাপত্র দেওয়া হয়। এ বছর ছয় ক্যাটাগরিতে ওয়ালটনসহ ১৯টি প্রতিষ্ঠান ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার’ পেয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভাচুর্য়ালি উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। সভাপতিত্ব করেন শিল্পসচিব জাকিয়া সুলতানা।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির এমডি এবং সিইও গোলাম মুর্শেদ।

—বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত