Ajker Patrika

চবির ভর্তি পরীক্ষা ‘বি’ ইউনিটে পাসের হার ২৯ শতাংশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১২: ২৮
চবির ভর্তি পরীক্ষা ‘বি’ ইউনিটে  পাসের হার  ২৯ শতাংশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটে পাস করেছেন মাত্র ৮ হাজার ৫৩৬ জন শিক্ষার্থী। শতকরার হিসেবে এই হার মাত্র ২৯ ভাগ। পাস করার জন্য ন্যূনতম ৪০ নম্বর পাননি ২১ হাজার ৮৪ ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী। উত্তীর্ণদের মধ্যে ১২০ নম্বরের মধ্যে সর্বোচ্চ ১০৬ দশমিক ৫ নম্বর পেয়েছেন একজন।

গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার কো-অর্ডিনেটর এবং চবির কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মহীবুল আজিজ। তিনি বলেন, ‘বি’ ইউনিটের ফলাফল প্রস্তুত হয়েছে। ৪২ হাজার ৬৬৭ জনের আবেদনের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছিলেন ২৯ হাজার ৬২০ জন। এর মধ্যে ৮ হাজার ৫৩৬ জন উত্তীর্ণ হয়েছেন। শতকরার হিসেবে ২৮.৮২ ভাগ উত্তীর্ণ হয়েছেন। অকৃতকার্য হয়েছেন ৭১.১৮ ভাগ।

এর আগে গত বুধবার সকাল-বিকেল দুই পর্বে ও বৃহস্পতিবার সকালে এক পর্বে এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিন শিফটে অনুষ্ঠিত এই পরীক্ষায় ২৯ হাজার ৫২৫ জন অংশ নেন। যা মোট ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীর ৬৯ শতাংশ।

এদিকে গতকাল সি ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। এতে পরীক্ষায় ১৩ হাজার ৯১৮ জন ভর্তি-ইচ্ছুকের মধ্যে অংশ নিয়েছেন ১০ হাজার ১৩২ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত