চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
দীর্ঘ ৫৮০ দিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সশরীরে পাঠদান শুরু হয়েছে। তবে এদিন অনেক ক্ষেত্রেই স্বাস্থ্যবিধি ছিল উপেক্ষিত। আগের মতোই ছোট একটি বেঞ্চে গাদাগাদি করে শিক্ষার্থীদের বসতে দেখা গেছে। তাঁদের অনেকের মুখেই ছিল না মাস্ক।
গতকাল মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে সশরীরে ক্লাস শুরু হয়। তবে চলতি মাসের বাকি দিনগুলো পবিত্র ঈদে মিলাদুন্নবী ও ভর্তি পরীক্ষার কারণে বন্ধ থাকবে। ফলে বিশ্ববিদ্যালয়ে পুরোদমে ক্লাস আগামী মাসের আগে শুরু হচ্ছে না।
সরেজমিনে বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের একটি ক্লাসে বেশ কিছু শিক্ষার্থীকে মাস্ক না পড়েই ক্লাস করতে দেখা যায়। সেখানে ছোট একটি বেঞ্চে তিনজন করে বসেছিলেন। ক্লাসটি নিয়েছেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদী। তিনি এ বিষয়ে বলেন, ‘স্বাস্থ্যবিধি মানার বিষয়ে নির্দেশনা ছিল। আমি নিজে স্বাস্থ্যবিধি মেনেছি। শিক্ষার্থীদের অনেকে মাস্ক পড়েছে, অনেকে পড়েননি। আমরা চেষ্টা করেছি স্বাস্থ্যবিধি মানার জন্য।’
ড. মোহাম্মদ শেখ সাদী আরও বলেন, ‘সশরীরে ক্লাসে অংশ নিতে আমরা এত দিন অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। অবশেষে আমরা সেই সময়টায় পৌঁছেছি। দীর্ঘ প্রায় ১৯ মাস পর ক্লাসে ফিরতে পেরেছি। শিক্ষার্থীরাও প্রাণবন্ত ছিলেন।’
স্বাস্থ্যবিধি উপেক্ষার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘আজকের পর চলতি মাসে আর কোনো ক্লাস নেই। আগামী মাসে যখন ক্লাস শুরু হবে তখন আমরা বিভাগীয় সভাপতিদের এ বিষয়ে কড়াকড়ি আরোপের নির্দেশনা দেব।’
বাংলা বিভাগ ছাড়াও যোগাযোগ ও সাংবাদিকতা, অর্থনীতি, বন ও পরিবেশ বিদ্যাসহ বেশ কিছু বিভাগে সশরীরে ক্লাস শুরু হয়েছে। এর আগে সোমবার এক ডোজ করোনার টিকা নেওয়া শর্তে আবাসিক ও অনুমতিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়া হয়। এ ছাড়া গত শনিবার চালু হয় বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনও।
এদিকে শাটল ট্রেন, হল ও সশরীরে শ্রেণি কার্যক্রম চালু হওয়ায় বেশ উচ্ছ্বসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আহমেদ সালমান আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘদিন পর সশরীরে ক্লাসে ফিরলাম। করোনার মধ্যে অনলাইনে ক্লাস হয়েছে, তবে সেটাতে ক্লাসের পুরো আমেজ ছিল না। ক্লাস করার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। পাশাপাশি প্রশাসনেরও নিয়মিত তদারকি দরকার।’
বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাফিজুল ইসলাম শিহাব আজকের পত্রিকাকে বলেন, ‘করোনার শুরুতে যখন ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়, তখন বেশ শঙ্কায় ছিলাম আর ক্লাসে ফিরতে পারব কিনা। তবে দীর্ঘ ১৯ মাস পর সব শঙ্কা, সংশয় দূর করে আমরা আবারও ক্লাসে ফিরতে পেরেছি। খুব ভালো লাগা কাজ করছে।’
দীর্ঘ ৫৮০ দিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সশরীরে পাঠদান শুরু হয়েছে। তবে এদিন অনেক ক্ষেত্রেই স্বাস্থ্যবিধি ছিল উপেক্ষিত। আগের মতোই ছোট একটি বেঞ্চে গাদাগাদি করে শিক্ষার্থীদের বসতে দেখা গেছে। তাঁদের অনেকের মুখেই ছিল না মাস্ক।
গতকাল মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে সশরীরে ক্লাস শুরু হয়। তবে চলতি মাসের বাকি দিনগুলো পবিত্র ঈদে মিলাদুন্নবী ও ভর্তি পরীক্ষার কারণে বন্ধ থাকবে। ফলে বিশ্ববিদ্যালয়ে পুরোদমে ক্লাস আগামী মাসের আগে শুরু হচ্ছে না।
সরেজমিনে বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের একটি ক্লাসে বেশ কিছু শিক্ষার্থীকে মাস্ক না পড়েই ক্লাস করতে দেখা যায়। সেখানে ছোট একটি বেঞ্চে তিনজন করে বসেছিলেন। ক্লাসটি নিয়েছেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদী। তিনি এ বিষয়ে বলেন, ‘স্বাস্থ্যবিধি মানার বিষয়ে নির্দেশনা ছিল। আমি নিজে স্বাস্থ্যবিধি মেনেছি। শিক্ষার্থীদের অনেকে মাস্ক পড়েছে, অনেকে পড়েননি। আমরা চেষ্টা করেছি স্বাস্থ্যবিধি মানার জন্য।’
ড. মোহাম্মদ শেখ সাদী আরও বলেন, ‘সশরীরে ক্লাসে অংশ নিতে আমরা এত দিন অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। অবশেষে আমরা সেই সময়টায় পৌঁছেছি। দীর্ঘ প্রায় ১৯ মাস পর ক্লাসে ফিরতে পেরেছি। শিক্ষার্থীরাও প্রাণবন্ত ছিলেন।’
স্বাস্থ্যবিধি উপেক্ষার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘আজকের পর চলতি মাসে আর কোনো ক্লাস নেই। আগামী মাসে যখন ক্লাস শুরু হবে তখন আমরা বিভাগীয় সভাপতিদের এ বিষয়ে কড়াকড়ি আরোপের নির্দেশনা দেব।’
বাংলা বিভাগ ছাড়াও যোগাযোগ ও সাংবাদিকতা, অর্থনীতি, বন ও পরিবেশ বিদ্যাসহ বেশ কিছু বিভাগে সশরীরে ক্লাস শুরু হয়েছে। এর আগে সোমবার এক ডোজ করোনার টিকা নেওয়া শর্তে আবাসিক ও অনুমতিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়া হয়। এ ছাড়া গত শনিবার চালু হয় বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনও।
এদিকে শাটল ট্রেন, হল ও সশরীরে শ্রেণি কার্যক্রম চালু হওয়ায় বেশ উচ্ছ্বসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আহমেদ সালমান আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘদিন পর সশরীরে ক্লাসে ফিরলাম। করোনার মধ্যে অনলাইনে ক্লাস হয়েছে, তবে সেটাতে ক্লাসের পুরো আমেজ ছিল না। ক্লাস করার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। পাশাপাশি প্রশাসনেরও নিয়মিত তদারকি দরকার।’
বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাফিজুল ইসলাম শিহাব আজকের পত্রিকাকে বলেন, ‘করোনার শুরুতে যখন ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়, তখন বেশ শঙ্কায় ছিলাম আর ক্লাসে ফিরতে পারব কিনা। তবে দীর্ঘ ১৯ মাস পর সব শঙ্কা, সংশয় দূর করে আমরা আবারও ক্লাসে ফিরতে পেরেছি। খুব ভালো লাগা কাজ করছে।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫