Ajker Patrika

ঈশ্বরদীতে মাদকবিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৮: ৪০
ঈশ্বরদীতে মাদকবিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু

পাবনার ঈশ্বরদীতে সপ্তাহব্যাপী মাদকবিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে। গত শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার দাশুড়িয়ায় নওদাপাড়া স্পোর্টস অ্যান্ড ঈশ্বরদী ব্লাড ডোনার ক্লাবের উদ্যোগে রাত্রিকালীন এ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২১ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

নওদাপাড়া মধ্যপাড়া বড় মসজিদসংলগ্ন মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধন করেন দাশুড়িয়া ইউপি চেয়ারম্যান বকুল সরদার। ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম মোস্তফা আল্লেক সরদারের সভাপতিত্বে ও আশিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন ক্লাব উপদেষ্টা খায়রুল বাশার মাসুম, সাইদুর রহমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে দাশুড়িয়া ইউপি চেয়ারম্যান বকুল সরদার, মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ জন্য মাদকমুক্ত রাখতে তিনি খেলাধুলার আয়োজনের পরামর্শ দেন।

উদ্বোধনী ম্যাচে রাব্বি ব্যাডমিন্টন ক্লাব বনাম আবিব স্বপ্ন অংশ নেয়। এতে রাব্বি ক্লাব বিজয়ী হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত