দেশে বিনিয়োগখরা চলছে। বিশেষ করে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই। চলতি অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায়ও জিডিপিতে বিনিয়োগের অংশীদারত্ব ৩ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা রয়েছে। অথচ তা লক্ষ্যমাত্রা থেকে অনেক পেছনে বা ১ শতাংশের কম।
টি বাড়ানোর প্রচেষ্টা হিসেবে দীর্ঘ বিরতির পর আজ রোববার শুরু হচ্ছে দুই দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ১৫টি দেশের কাছ থেকে অন্তত এক বিলিয়ন ডলারের বিনিয়োগ আনার প্রত্যাশা করছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।
রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ সম্মেলনে অন্তত এক হাজার বিনিয়োগকারী অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। বিডা জানিয়েছে, এ সম্মেলনে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টাসহ দেশের সংশ্লিষ্ট খাতের শীর্ষ ব্যক্তিরা বক্তব্য রাখবেন।
বিনিয়োগ প্রমোশনই আমাদের মূল কাজ। স্থানীয় ও আন্তর্জাতিকভাবে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনার প্রচারের জন্যই আমরা এ বিনিয়োগ সম্মেলনটা করছি। স্থানীয় যেসব বিনিয়োগকারী রয়েছেন, তাঁদেরও এর মাধ্যমে উৎসাহিত করার চেষ্টা করছি। এই সামিটে আলোচনার জন্য এরই মধ্যে ১১টি খাত চিহ্নিত করা হয়েছে। আমাদের অগ্রাধিকার হচ্ছে এফডিআই আকর্ষণ। বর্তমানের বাংলাদেশ একটি পরিবর্তিত নতুন বাংলাদেশ। তবে এই যে অগ্রগতি ও রূপান্তরের বাংলাদেশ; এটি বহির্বিশ্বের মানুষ খুব কমই জানে। যে কারণে আমাদের যে পরিমাণ এফডিআই থাকার কথা, আমরা সেটা পাচ্ছি না। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা বা যেটা শুরু হয়েছে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা, সেখানে দেখবেন আমাদের এফডিআই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা আছে অনেক বেশি, যা জিডিপির ৩ শতাংশ। এখন অর্জিত হচ্ছে ১ শতাংশের কম। সুতরাং ১ শতাংশকে ৩ শতাংশে নিতে হলে প্রচার-প্রচারণা বাড়াতে হবে। তারই ধারাবাহিকতায় আমরা এ সামিটটা করছি। এটা আমাদের একটা ভিত্তি তৈরি করে দেবে। এর মাধ্যমে আমরা একটা ডেটাবেইস পাব। পরে আমরা তাদের সঙ্গে ফলোআপ করে এফডিআই বাড়ানোর পদক্ষেপ নেব।
দেশে বিনিয়োগখরা চলছে। বিশেষ করে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই। চলতি অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায়ও জিডিপিতে বিনিয়োগের অংশীদারত্ব ৩ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা রয়েছে। অথচ তা লক্ষ্যমাত্রা থেকে অনেক পেছনে বা ১ শতাংশের কম।
টি বাড়ানোর প্রচেষ্টা হিসেবে দীর্ঘ বিরতির পর আজ রোববার শুরু হচ্ছে দুই দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ১৫টি দেশের কাছ থেকে অন্তত এক বিলিয়ন ডলারের বিনিয়োগ আনার প্রত্যাশা করছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।
রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ সম্মেলনে অন্তত এক হাজার বিনিয়োগকারী অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। বিডা জানিয়েছে, এ সম্মেলনে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টাসহ দেশের সংশ্লিষ্ট খাতের শীর্ষ ব্যক্তিরা বক্তব্য রাখবেন।
বিনিয়োগ প্রমোশনই আমাদের মূল কাজ। স্থানীয় ও আন্তর্জাতিকভাবে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনার প্রচারের জন্যই আমরা এ বিনিয়োগ সম্মেলনটা করছি। স্থানীয় যেসব বিনিয়োগকারী রয়েছেন, তাঁদেরও এর মাধ্যমে উৎসাহিত করার চেষ্টা করছি। এই সামিটে আলোচনার জন্য এরই মধ্যে ১১টি খাত চিহ্নিত করা হয়েছে। আমাদের অগ্রাধিকার হচ্ছে এফডিআই আকর্ষণ। বর্তমানের বাংলাদেশ একটি পরিবর্তিত নতুন বাংলাদেশ। তবে এই যে অগ্রগতি ও রূপান্তরের বাংলাদেশ; এটি বহির্বিশ্বের মানুষ খুব কমই জানে। যে কারণে আমাদের যে পরিমাণ এফডিআই থাকার কথা, আমরা সেটা পাচ্ছি না। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা বা যেটা শুরু হয়েছে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা, সেখানে দেখবেন আমাদের এফডিআই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা আছে অনেক বেশি, যা জিডিপির ৩ শতাংশ। এখন অর্জিত হচ্ছে ১ শতাংশের কম। সুতরাং ১ শতাংশকে ৩ শতাংশে নিতে হলে প্রচার-প্রচারণা বাড়াতে হবে। তারই ধারাবাহিকতায় আমরা এ সামিটটা করছি। এটা আমাদের একটা ভিত্তি তৈরি করে দেবে। এর মাধ্যমে আমরা একটা ডেটাবেইস পাব। পরে আমরা তাদের সঙ্গে ফলোআপ করে এফডিআই বাড়ানোর পদক্ষেপ নেব।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫