Ajker Patrika

স্কুলটির উদ্বোধন শিগগিরই

ফেনী প্রতিনিধি
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৩: ২৭
স্কুলটির উদ্বোধন শিগগিরই

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে ফেনীর রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রধানমন্ত্রীর কাছে একটি প্রাথমিক বিদ্যালয় বরাদ্দের আবেদন জানিয়ে মোবাইল ফোনে মেসেজ পাঠান এক ব্যক্তি। সেই মেসেজ পেয়ে তাৎক্ষণিক বিদ্যালয় ভবন তৈরির নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ফেনী সদরের পাঁচগাছিয়া ইউনিয়নের রতনপুর গ্রামে ৬৯ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়।

২০১৮ সালের ২২ জুন ওই গ্রামের আনোয়ার হোসেন খোকন নামের এক প্রবাসী বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন নিয়ে প্রধানমন্ত্রীর সরকারি মোবাইল ফোন নম্বরে একটি মেসেজ পাঠান। তারই পরিপ্রেক্ষিতে নতুন ভবন নির্মাণে বরাদ্দ দেন প্রধানমন্ত্রী।

বিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, ১৯৭২ সালে তৎকালীন ইউপি সদস্য আফজালুর রহমানের দান করা ৪০ শতাংশ জমিতে প্রতিষ্ঠা হয় রতনপুর প্রাথমিক বিদ্যালয়। তখন তিন কক্ষের টিনশেড ঘরে স্কুলটির কার্যক্রম চালানো হতো। ১৯৭৪ সালে বিদ্যালয়টি জাতীয়করণ হয়। এ সময় পুরোনো ভবনটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ায় সেখানে একটি পাকা ভবন নির্মাণ করা হয়। কিন্তু সেখানেও শিক্ষার্থীদের জায়গা সংকুলান হতো না।

রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারজান আক্তার জানান, করোনার সময়ে বন্ধের মধ্যেই স্কুলের নতুন ভবন নির্মাণকাজ শেষ হয়েছে। স্কুল খোলার পর নতুন ভবনটি দেখে খুবই খুশি হয়েছে শিক্ষার্থীরা।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নূরুল ইসলাম জানান, বিদ্যালয় ভবনটি নির্মাণ শেষ হওয়ার পর শিক্ষা বিভাগের একটি দল সরেজমিনে পরিদর্শন করেছে। বরাদ্দ পেলেই সেখানে চেয়ার-টেবিল দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত