Ajker Patrika

খারাপ খেলেনি বাংলাদেশ

মোহাম্মদ আশরাফুল, সাবেক অধিনায়ক, বাংলাদেশ
খারাপ খেলেনি বাংলাদেশ

আমি বলব, এশিয়া কাপে বাংলাদেশ খারাপ খেলেনি। কারণ, আফগানিস্তানের বিপক্ষে হয়তো আমরা ব্যাটিংয়ে ভালো করিনি। তারপরও ১২৭ রান করে ওদের সঙ্গে ১৫/১৬ ওভার পর্যন্ত আমরা ম্যাচে ছিলাম, যে ম্যাচ ছিল আমাদের হাতে। ১৬তম ওভার থেকে মনে হয় ওরা আমাদের ওপরে চলে গেছে। প্রতি ওভারে ১১ রান করে লাগত।

আমাদের টপ অর্ডার ব্যাটারের বেশির ভাগই ওদের বোলারদের পড়তে পারেনি। এ কারণে আফগানিস্তানের সঙ্গে ভালো স্কোর হয়নি। গুগলি, ফ্লিপার, অফ স্পিন, দুসরা—এসব যদি আপনি হাত থেকে পড়তে পারেন, তাহলেই আপনি সফল হতে পারবেন। এটা মিসিং ছিল আমাদের।

শ্রীলঙ্কার সঙ্গে তো মেহেদী হাসান মিরাজ অসাধারণ একটা শুরু করেছিল। তারপর ভালো একটা স্কোর হলো। ১২টা বাড়তি বল, সব মিলিয়ে ২ ওভারে ১২টা রান বেশি। ওই ১২ বলে আরও ১২-১৫ রান এসেছে। সব মিলিয়ে ২৭ রান ফাউ পেয়েছে। তবু সব মিলিয়ে ভালো খেলেছে। আমি বলব যে দুর্ভাগ্য, শ্রীলঙ্কার সঙ্গে হেরেছি।

আর একটা জিনিস, ২০০৭ থেকে ২০০৯ পর্যন্ত আমি যখন অধিনায়ক ছিলাম, তখন জেমি সিডন্স হেড কোচ ছিলেন। গতকাল (পরশু) ওর সাক্ষাৎকার (স্টার স্পোর্টসে) দেখেছি। তিনি বলছেন যে এই দল ২০ খেলায় মাত্র দুটো জিতেছে। তাহলে কীভাবে হবে, পাওয়ার হিটার নেই, পাওয়ার হিটিং শিখতেছি। এই ধরনের নেগেটিভ কোচ থাকলে কঠিন আমার কাছে মনে হয়। আমি যখন অধিনায়ক ছিলাম, সব সময় একই ভাইভ তিনি দিতেন সংবাদ সম্মেলনে এসে।

দলের মধ্যে এ রকম নেতিবাচক ভাইভ থাকলে দর্শক, কোচরাও ধরে নিচ্ছেন ফল এটা হবে না। বাস্তবতাও তো চিন্তা করতে হবে। বাস্তবতা চিন্তা করেই ভবিষ্যৎ চিন্তা করবেন।

আমার কাছে মনে হয় আমরা ভালো খেলছি। কিন্তু জিততে পারছি না। কারণ, কোচিং স্টাফও ওইভাবে চিন্তা করে যে ২০ খেলায় মাত্র দুটো জিতেছে। আপনি যদি ড্রেসিংরুমে থেকে এসব বলেন, ও পারে না, পাওয়ার হিটার নেই, তাহলে আপনি কী খেলবেন, ক্রিকেটাররা কী খেলবে? তবে বাংলাদেশের খেলা ভালো হয়েছে। এখন ম্যাচের ফলের পর অনেক কথাই বলা যায়, এই ঠিক হয়নি, ওই ঠিক হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত