Ajker Patrika

ইবির হল খুলছে আজ

ইবি (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১৩: ৪৭
ইবির হল খুলছে আজ

মহামারি করোনার কারণে দীর্ঘ ১ বছর ১৮ মাস বন্ধ থাকার পর আজ খুলছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো। আজ শনিবার যে কোনো বর্ষের আবাসিক শিক্ষার্থীরা হলে ওঠার সুযোগ পাবেন। তবে হলে উঠতে চাইলে শিক্ষার্থীদের অন্তত এক ডোজ করোনাভাইরাসের টিকা নেওয়ার শর্তারোপ করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

তবে টিকা নিয়ে হলে উঠলেও ক্যানটিনে খাবারের মান নিয়ে বরাবরের মতোই অভিযোগ রয়েছে শিক্ষার্থীদের।

করোনাকালে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানোর বিষয়ে শুরু থেকেই গুরুত্ব দিতে বলেছেন চিকিৎসকেরা। তবে হলে ওঠার পর সুষম খাদ্যের নিশ্চয়তা থাকবে কি না তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে শিক্ষার্থীরা। করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে হলের খাবারের পুষ্টিমান নিশ্চিত ও ক্যানটিনের পরিবেশ উন্নত করার দাবি জানিয়েছেন তারা।

হল খোলার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সভাপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক তপন কুমার জোদ্দার বলেন, ‘শিক্ষার্থীদের সুষম খাবার নিশ্চিত করতে আমরা হল প্রশাসন ও ক্যানটিন মালিকদের সঙ্গে আলোচনা করেছি। শিক্ষার্থীদের সুষম খাদ্যের বিষয়টি নিশ্চিত করব। আর ক্যানটিন বালকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিও আমরা নিশ্চিত করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত