Ajker Patrika

৯ ডিসেম্বর মুজিব শতবর্ষ দাবা লিগ শুরু

ফেনী প্রতিনিধি
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৬: ০৬
৯ ডিসেম্বর মুজিব শতবর্ষ দাবা লিগ শুরু

ফেনী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও জেলা দাবা কমিটির ব্যবস্থাপনায় আগামী ৯ ডিসেম্বর মুজিব শতবর্ষ দাবা লিগ শুরু হতে যাচ্ছে।

এ উপলক্ষে গতকাল সোমবার দুপুরে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) বদরুল আমিন মোল্লার সভাপতিত্বে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মোহাম্মদ রবিউল ইসলাম, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) আবু তাহের ফারুকী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, দাবা উপ-কমিটির আহ্বায়ক বাহার উদ্দিন বাহার, সদস্য দিলদার হোসেন স্বপন, যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তুহিন।

এ সময় জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন ডালিম, জয়নাল হাজারী কলেজের ক্রীড়া শিক্ষক দীপক চন্দ্র নাথ, দাবা উপ-কমিটির সদস্য মর্জিনা বেগম, জহিরুল আলম কামরুল, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ আমজাদ হোসেন বিপ্লবসহ দাবা লিগে অংশগ্রহণকারী ক্লাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) বদরুল আমিন মোল্লা বলেন, ফেনীতে মুজিব শতবর্ষ দাবা লিগ সারা দেশে যেন আলোড়ন সৃষ্টি করতে পারে, তেমন প্রতিযোগিতার আয়োজন করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত