Ajker Patrika

অপহরণের ১ দিন পর মাদ্রাসাছাত্রী উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও গাজীপুর প্রতিনিধি
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৬: ১৮
অপহরণের ১ দিন পর মাদ্রাসাছাত্রী উদ্ধার

বিশ্বনাথে মাদ্রাসাছাত্রী অপহরণের এক দিন পর তাকে পাশের জগন্নাথপুর উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে। গত সোমবার বিকেলে বড়কাপন গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের অভিযোগে ফখরুল ইসলাম (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়।

পরে ফখরুলকে আদালতের মাধ্যমে জেলহাজতে এবং ছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠায় পুলিশ। এ ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে বিশ্বনাথ থানায় একটি অপহরণ মামলা করেছেন।

পুলিশ সূত্র জানায়, ১২ সেপ্টেম্বর সকালে ওই শিক্ষার্থী মাদ্রাসায় যাওয়ার পথে তাকে অপহরণ করে ফখরুল। নিয়ে যায় তার ফুপুর বাড়িতে। এদিকে বিকেল পর্যন্ত সে বাড়ি না ফেরায় তাকে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনেরা। একপর্যায়ে বাধ্য হয়ে থানা-পুলিশকে অবহিত করা হয়।

এ বিষয়ে উপপরিদর্শক (এসআই) আফতাবুজ্জামান রিগ্যান বলেন, ভিকটিমকে উদ্ধার করে ওসিসিতে এবং গ্রেপ্তার যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত