Ajker Patrika

বঙ্গবন্ধুকে নিয়ে ১০ ভাষায় গান

বঙ্গবন্ধুকে নিয়ে ১০ ভাষায় গান

‘বঙ্গবন্ধু তুমি স্বপ্ন বাঙালির হাজার বছর ধরে/ বঙ্গবন্ধু তুমি ভোরের সূর্য উঠুক পৃথিবীজুড়ে’—এমন কথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গান গেয়েছিলেন কলকাতার শিল্পী নচিকেতা চক্রবর্তী। গানটি লিখেছেন সুজন হাজং।

সুর করেছেন জাদু রিছিল ও সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। ‘ভোরের সূর্য’ শিরোনামের এই গানটি অনুবাদ করা হয়েছে হাজং, গারো, চাকমা, মারমা, ত্রিপুরা, মণিপুরী, সাঁওতাল, কোচ, কুডুখ ও সাদ্রী ভাষায়। বঙ্গবন্ধুকে নিবেদন করে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর এই ১০ ভাষায় গাওয়া হচ্ছে গানটি। গানগুলো গাইবেন নিজ নিজ ভাষার জনগোষ্ঠীর শিল্পীরা। গানগুলো প্রকাশ করা হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে।

গীতিকার সুজন হাজং বলেন, ‘নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর কয়েকটি ভাষা বিলুপ্তির পথে, আর কয়েকটি হুমকির সম্মুখীন। এসব বিপন্ন ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষায় গান তৈরির পরিকল্পনা। এর মাধ্যমে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি ক্ষুদ্র জাতিসত্তার মাতৃভাষাকেও সম্মান জানানো হবে।’

এর আগে বঙ্গবন্ধুকে নিয়ে সুজন হাজংয়ের লেখা একটি গানে কণ্ঠ দিয়েছিলেন সার্কভুক্ত ছয়টি দেশের আটজন শিল্পী। সুজন হাজং সাংস্কৃতিক অঙ্গনে পরিচিত মুখ। কবিতা ও গান লেখার পাশাপাশি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষা, সাহিত্য ও সংস্কৃতি নিয়ে কাজ করছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত