Ajker Patrika

মুক্তিযুদ্ধের চলচ্চিত্র মুক্তি পায়নি সৈয়দপুরে

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৩: ৫৮
মুক্তিযুদ্ধের চলচ্চিত্র মুক্তি পায়নি সৈয়দপুরে

দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পেয়েছে মুক্তিযুদ্ধকালীন নীলফামারীর সৈয়দপুর প্রেক্ষাপটে নির্মিত চলচ্চিত্র ‘লাল মোরগের ঝুঁটি’। স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে সিনেমাটি গত ১০ ডিসেম্বর ঢাকা ও নারায়ণগঞ্জের ছয়টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। কিন্তু সৈয়দপুরের কোনো প্রেক্ষাগৃহেই এটি প্রদর্শিত হয়নি। এমনকি শহরে কোনো দৃশ্যায়ন পর্যন্ত নেই।

এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন স্থানীয় সাহিত্যিক, সাংস্কৃতিক ও নাট্যকর্মীরা। তাঁরা বলেন, কর্তৃপক্ষের উচিত ছিল সিনেমাটি যে শহরের প্রেক্ষাপটে তৈরি ও শুটিং করা, সেখানে প্রদর্শনের মাধ্যমে মুক্তি দেওয়া। জানা যায়, নূরুল আলম আতিক পরিচালিত সাদাকালো ওই সিনেমার গল্পের প্রেক্ষাপট ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। পাকিস্তানি বাহিনী মুক্তিযুদ্ধে সৈয়দপুর রেলস্টেশনের আশপাশের প্রায় তিন হাজার বাঙালিকে বন্দী করে বিমানবন্দরের স্কুল ঘরে। স্কুল ঘরটা ছিল তাদের বন্দী শিবির। জোর করে তাঁদের দিয়ে বিমানবন্দর নির্মাণের কাজ করানো হয় তখন।

দিন-রাত পরিশ্রম করে অর্ধভুক্ত-অভুক্ত থাকা মানুষগুলো অসুস্থ হতে থাকেন। পরে তিন শতাধিক বন্দীকে নির্মমভাবে হত্যা করা হয়। এ কাজে তাঁদের প্রধান সহযোগী ছিল স্থানীয় বিহারিরা। সেই বিমানবন্দরের ইতিহাসকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে লাল মোরগের ঝুঁটি নামের চলচিত্রটি। সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম হুসাইন আজকের পত্রিকাকে জানান, কেন প্রদর্শন হচ্ছে না তা সংশ্লিষ্টরাই বলতে পারবেন। এ সম্বন্ধে তাঁর কিছু জানা নেই। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত